ঐতিহ্য ও প্রথা মেনে এবারও বিশ্বভারতীর পূর্বপল্লীর মাঠে শান্তিনিকেতন পৌষমেলা অনুষ্ঠিত হচ্ছে। তবে গতবারের মতো আর রাজ্য সরকার নয়, সম্পূর্ণ বিশ্বভারতী ও শান্তিনিকেতন ট্রাস্ট শান্তিনিকেতন পৌষমেলা পরিচালনা করবে। এদিন বিশ্বভারতীর সেন্ট্রাল লাইব্রেরীতে বিশ্বভারতীর ডাকা বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশ্বভারতী কর্তৃপক্ষ তরফ থেকে শান্তিনিকেতন পৌষ মেলা অনুষ্ঠিত নিয়ে বুধবার বিশ্বভারতীর সেন্ট্রাল লাইব্রেরীতে উচ্চ পর্যায়ে বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য, কর্মসচিব, আধিকারিক, কর্মীবৃন্দ, কর্মী পরিষদের সদস্যরা। ঘন্টা তিনেক বৈঠকের পর মেলা হচ্ছে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতীগ ঘোষ জানান, চলতি বছর শান্তিনিকেতন পৌষ মেলা পূর্বপল্লীর মাঠে অনুষ্ঠিত হচ্ছে। তবে আর রাজ্য সরকার নয়, বিশ্বভারতী কর্তৃপক্ষ এবং শান্তিনিকেতন ট্রাস্ট সম্পূর্ণ পৌষ মেলা পরিচালনার দায়িত্ব থাকবে। প্রসঙ্গত গতবছর বিশ্বভারতীর পূর্বপল্লীর মাঠে শান্তিনিকেতন পৌষ মেলা পরিচালনা করেছিল রাজ্য সরকার।