স্যোশাল মিডিয়ায় ট্রেন্ডিং গার্ল উরফি। পোশাক ও লুকের জন্য অভিনেত্রী বার বার উঠে এসেছেন শিরোনামে। অভিনেত্রীর স্টাইলে ভক্তদের মনে ঝড় তুলেছেন। পালক ড্রেসে নজর কাড়লেন অভিনেত্রী।
নেটদুনিয়ায় চর্চায় থাকেন উরফি জাভেদ। নিজের অদ্ভুত ফ্য়াশন সেন্সের জন্য তাঁকে নিয়ে নেটিজেনের মধ্যে চর্চার শেষ নেই। পুরনো জামাকাপড় দিয়ে ফ্যাশনেবল পোশাক তৈরি করে লাইমলাইটে আসেন উরফি।কখনও তাঁকে পরতে দেখা গিয়েছে ব্লেড দিয়ে তৈরি পোশাক। কখনও আবার কাচ তো ছবি দিয়ে তৈরি পোশাক। রুপোলি তবক গায়ে মেখে ইনস্টাগ্রামে ছবি প্রকাশ করেছেন উরফি। ভক্তদের মনে ঝড় তুলেছেন তিনি। অভিনব পোশাকের জন্য কখনও প্রশংসিত হয়েছেন। আবার কখনও কটাক্ষ শিকার হয়েছেন অভিনেত্রী। এ বার অভিনেত্রী টুপিস পালক পোশাক পড়ে তাক লাগালেন। হালকা স্কাইব্লুল ওয়ান শোল্ডার ক্রপটপের সঙ্গে মিনি স্কাট পড়ে পোজ দিলেন উরফি। স্কাটের মধ্যে লাগানো অটোমেটিক মুভিং পালক। খোলাচুল হালকা মেকআপে সেক্সি লাগছিল অভিনেত্রীকে। পাপারাজিৎদের সামনে দিলেন হাসিমুখে পোজ।