গ্রেফতার বাংলাদেশী পর্ন তারকা রিয়া

Reporter name :

Reporter Image :

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram

ওয়েব ডেস্ক: অবৈধভাবে ভারতে থাকায় গ্রেফতার করা হল বাংলাদেশী নীল তারকা রিয়া বারদেকে। মহারাষ্ট্র পুলিশ গ্রেফতার করেছে রিয়া ওরফে আরোহী বারদেকে। রিয়ার থেকে একটি জাল পাসপোর্ট বাজেয়াপ্ত করেছে পুলিশ।

রিয়া বারদে আবার আরোহি বারদে এবং বান্না শেখ নামেও পরিচিত অ্যাডাল্ট ফিল্ম ইন্ডাস্ট্রিতে৷ তার উপর সন্দেহ ছিলই ৷ শেষপর্যন্ত জাল পাসপোর্ট এবং অন্যান্য জিনিস-সহ এদিন রিয়াকে গ্রেফতার করে পুলিশ৷  রিয়া বারদে যে ভারতে অবৈধভাবে রয়েছেন, সেই খবর পুলিশকে প্রথমে জানান তার এক বন্ধু প্রশান্ত মিশ্র ৷ সেই অভিযোগ পেয়ে পুলিশ এসে শেষপর্যন্ত গ্রেফতার করে রিয়া বারদেকে৷

একটি জাতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ভারতে থাকার জন‍্য রিয়ার মা অমরাবতীর এক বাসিন্দাকে বিয়েও করেন। জানা গিয়েছে, রিয়ার মা, ভাই এবং বোনও এখন নিখোঁজ ৷ তাদেরও সন্ধানে রয়েছে পুলিশ৷

রিয়ার সব কাগজপত্রই খতিয়ে দেখছে পুলিশ ৷ এবং তার কাছ থেকে আরও কোনও তথ্য পাওয়া যায় কী না, তা নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে৷ রিয়ার বিরুদ্ধে ৪২০, ৪৬৫, ৪৬৮, ৪৭৯, ৩৪ এবং ১৪ এ আইপিসির ধারায় মামলা রুজু করা হয়েছে।

Share the Post:

Related Posts