নাইজেরিয়ায় প্রধানমন্ত্রী মোদিকে স্বাগত ‘বন্দে মাতরম’ স্লোগানে

Narendra Modi

Reporter name :

Reporter Image :

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram

তিনদিনের সফরে নাইজেরিয়ার উদ্দেশে পাড়ি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra modi) । প্রধানমন্ত্রী ব্রাজিলে জি ২০ শীর্ষ সম্মেলনকে কেন্দ্র করে একটি গুরুত্বপূর্ণ তিন দেশের সফর শুরু করেছেন। তিনি নাইজেরিয়া (Nigeria), ব্রাজিল এবং গায়ানা সফর করবেন। মোদি ১৭ বছরে ভারতের প্রথম প্রধানমন্ত্রী যিনি পশ্চিম আফ্রিকার দেশ সফর করছেন। রবিবার আবুজা পৌঁছন প্রধানমন্ত্রী। সেখানে বসবাসরত মারাঠি সম্প্রদায়ের মানুষ প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান। মারাঠি ভাষাকে ধ্রুপদ ভাষার তকমা দেওয়ার জন্য মোদিকে ধন্যবাদ জানান তাঁরা। পরিবেশ করা হয় মারাঠি নৃত্য ‘লাভনি’।

বিমানবন্দরে নামতেই মোদিকে নাইজেরিয়ায় স্বাগত জানান দেশের প্রেসিডেন্ট টিনুবু। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, ‘আমাদের দ্বিপাক্ষিক আলোচনা উভয় দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্বকে আরও বৃদ্ধি করবে। পাশাপাশি গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা বাড়ানোর চেষ্টা করব আমরা। নাইজেরিয়ায় স্বাগত, প্রধানমন্ত্রী মোদি।’ এর জবাবে সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী লেখেন, ‘ধন্যবাদ প্রেসিডেন্ট টিনুবু। কিছুক্ষণ আগেই নাইজেরিয়ায় অবতরণ করেছি। এই উষ্ণ অভ্যর্থনার জন্য আমি কৃতজ্ঞ। এই সফর আমাদের দুই দেশের দ্বিপাক্ষিক বন্ধুত্বকে আরও গভীর করুক।’

Share the Post:

Related Posts