১০ জানুয়ারি মুক্তি পাচ্ছে ‘পাটালীগঞ্জের পুতুলখেলা’

Pataligunjer Putul Khela

Reporter name :

Reporter Image :

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram

ওয়েব ডেস্ক: শুভঙ্কর চট্টোপাধ্যায়ের পরিচালনায় আসছেন নতুন সিনেমা ‘পাটালীগঞ্জের পুতুলখেলা’। এই ছবিতে বিভিন্ন বয়সের অভিনেতা অভিনেত্রীদের দেখা যাবে। অনসাম্বল কাস্টের এই সিনেমায় যেমন রয়েছেন পরাণ বন্দ্যোপাধ্যায়ের মতো প্রবীণ অভিনেতা, তেমনই দেখা যাবে দিতিপ্রিয়ার মতো এই প্রজন্মের অভিনেত্রীকেও। ছবির পরিচালক শুভঙ্কর চট্টোপাধ্যায়ের ঝুলিতে রয়েছে মীরাক্কেলের মতো সফল টিভি শো পরিচালনা করার অভিজ্ঞতা।

রবিবার প্রকাশ্যে এসেছে এই ছবির মুক্তির দিন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখা হয়েছে, ২০২৫, জানুয়ারি ১০ আসছে প্রবল হাস্য-রস “পাটালীগঞ্জের পুতুল খেলা”। ৮ থেকে ৮০ সবার মুখে হাসি ফোটাতে আবারও বড়পর্দায় মীরাক্কেল খ্যাত পরিচালক। এখনও প্রকাশ্যে আসেনি ছবির টিজার বা ট্রেলার।

Share the Post:

Related Posts