পোগবার ভাইকে কঠিন শাস্তি দিল আদালত

Reporter name :

Reporter Image :

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram

আইনের চোখে সকলেই সমান, তা আরও একবার প্রমাণ করল ফ্রান্সের (France) বিচারব্যবস্থা। প্যারিসের একটি আদালত বৃহস্পতিবার ফ্রান্সের বিশ্বকাপজয়ী ফুটবলার পল পোগবার (Paul Pogba) ভাই ম্যাথিয়াস পোগবাকে (Mathias Pogba) তিন বছরের কারাদণ্ড দিয়েছে। জানা গিয়েছে, একটি তোলাবাজি মামলায় (Extortion Case) দোষী সাব্যস্ত হওয়ার পর তাঁকে এই রায় শোনানো হয়েছে। তবে ম্যাথিয়াসের শাস্তির একটি ‘ইউনিক’ বিষয় হল, তিন বছর তাঁকে জেলে কাটাতে হবে না। মাত্র এক বছর জেল খেটে বাকি দু’বছর তিনি বাড়িতে গৃহবন্দি অবস্থায় কাটাতে পারবেন। তবে বাড়িতে থাকাকালীন তাঁকে একটি ইলেকট্রনিক ডিভাইস পরে থাকতে হবে। পাশাপাশি তাঁকে ২০,০০০ ইউরো জরিমানা দিতে হবে।

এখন প্রশ্ন হচ্ছে, কোন মামলায় পোগবার ভাইকে দোষী সাব্যস্ত করা হয়েছে? প্যারিসের আদালত সূত্রে জানা গিয়েছে, ২০২২ সালে দাদা পল পোগবাকে একটি গাড়িতে তুলে বন্দুক দেখিয়ে ১৩ মিলিয়ন ইউরো দাবি করে ম্যাথিয়াস এবং তাঁর শৈশবের বন্ধুরা। জুলুমের মুখে পড়ে তিনি ১ লক্ষ ইউরো দেন। এই মামলার জড়িতদের মধ্যে পাঁচজনকে আট বছরের কারাদণ্ড ও ২০,০০০ থেকে ৪০,০০০ ইউরো পর্যন্ত জরিমানা করা হয়েছে। আদালত পল পোগবাকে আর্থিক ক্ষতিপূরণ হিসেবে ১৯৭,০০০ ইউরো এবং মানসিক ক্ষতির জন্য ৫০,০০০ ইউরো দেওয়ার নির্দেশ দিয়েছে।

Share the Post:

Related Posts