টোকিয়োকে ছাপিয়ে প্যারিসে নয়া রেকর্ড ভারতের

Paralympics 2024

Reporter name :

Reporter Image :

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram

স্পোর্টস ডেস্ক: নয়া রেকর্ড ভারতের। ইতিমধ্যেই ২০টি পদক পেয়েছে তারা। টোকিয়োর ১৯ পদক ছাপিয়ে এটিই ভারতের সেরা প্যারালিম্পিক্স। এখনও চার দিন বাকি রয়েছে প্যারালিম্পিক্সে। আরও কয়েকটি প্রতিযোগিতায় নামবে ভারত। আশা করা যায় নয়া ইতিহাস রচিত হবে।

অনেকের আশা প্যারালিম্পিক্স শেষ হতে হতে ২৫টি, এমনকি ৩০টি পদকও জিততে পারে ভারত। মঙ্গলবার পাঁচটি পদক পেয়েছে ভারত। তার ফলেই ভারতের পদকের সংখ্যা ২০ ছুঁয়েছে। দীপ্তি জীবনজি, শরদ কুমার, মারিয়াপ্পান থাঙ্গাভেলু, অজিত সিংহ ও সুন্দর গুর্জর দেশকে পদক এনে দিয়েছেন। আরও দু’টি পদক পেতে পারত ভারত। ভাগ্যশ্রী মাহাভরো ও অবনী লেখারা অল্পের জন্য পদক জিততে পারেননি।

Share the Post:

Related Posts