ডিসেম্বরের শহরে আসতে চলেছে মানাসী সিনহার দ্বিতীয় পরিচালিত ছবি ‘৫ নম্বর স্বপ্নময় লেন’। আজ প্রকাশিত হল সেই সিনেমার ট্রেলার। যা দেখে উচ্ছ্বসিত দর্শকমণ্ডলি। পারিবারিক গল্প নিয়ে আসতে চলেছে ‘৫ নম্বর স্বপ্নময় লেন’। এই সিনেমা পৈতৃক ভিটে, শ্যাওলা ধরা সম্পর্কের গল্প বলবে। অভিনেত্রী মানসী সিনহার পরিচালিত প্রথম ছবি ‘এটা আমাদের গল্প’। সেখানে একসঙ্গে জুটি বাঁধতে দেখা যায় শাশ্বত-অপরাজিতাকে। ছবি দেখে দর্শকদের চোখের কোনায় এসেছিল জল। অভিনেত্রী মানসী সিনহা, পরিচালক মানসী সিনহা হিসাবেও কুড়িয়েছেন অসংখ্য মানুষের ভালোবাসা। তখন থেকেই দর্শকদের মানসীর কাছে আসা তুঙ্গে।
ট্রেলারে এক বনেদি বাড়ির বর্তমান ছবি উঠে আসে। পারিবারিক ছবিই দর্শকদের উপহার দিতে চলেছেন মানসী সিনহা, তা ট্রেলার দেখেই স্পষ্ট। ডিসেম্বর ২০ তারিখ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘৫ নম্বর স্বপ্নময় লেন’। প্রথম সিনেমার মত, এই সিনেমাও দর্শকদের প্রতাশ্যা পূরণ করতে পারে কিনা এখন সেটাই দেখার।