মুখ্যসচিবের নেতৃত্বে ‘সিনার্জি’ কমিটি হচ্ছে। ১৫ দিন অন্তর ওই কমিটি বৈঠকে বসবে। বুধবার নিউটাউনে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মলে সাংবাদিকদের এমনই জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মনে করা হচ্ছে বিনিয়োগের ক্ষেত্র শিল্পবান্ধব পরিবেশকে আরও গতিশীল করতে এই উদ্যোগ। যেসব বিনিয়োগ বিজিবিএসে আসছে তার যাতে দ্রুত রুপায়ণ হয় সেই জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এদিন বিজিবিএসে মুকেশ আম্বানি জানিয়েছেন, রাজ্যে ৫০ হাজার কোটি টাকা বিনিয়োগ করতে চলেছেন তিনি। বৃহস্পতিবারও চলবে এই বাণিজ্য সম্মেলন। তাতে ৪০টি দেশের ২০০ জন প্রতিনিধি অংশ নিয়েছে।