এবার ফুটবলেও কনকাশন সাব

ISL

Reporter name :

Reporter Image :

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram

স্পোর্টস ডেস্ক: ক্রিকেটের মতো ফুটবলেও থাকছে কনকাশন সাব। এ বার আইএসএলেও এই নিয়ম আনা হচ্ছে। সেই সঙ্গে আরও কিছু নতুন নিয়ম থাকছে এ বারের আইএসএলে।

নতুন নিয়ম অনুযায়ী এ বারের আইএসএলে এক জন ফুটবলারকে কনকাশন সাব করা যাবে। অর্থাৎ, মাথায় লাগার কারণে কোনও ফুটবলার যদি খেলতে না পারেন, তা হলে তাঁকে বদল করা যাবে। কোনও দল যদি এই বাড়তি ফুটবলার পরিবর্তন করার সুযোগ নেয়, তা হলে বিপক্ষ দলও বাড়তি এক জন ফুটবলার পরিবর্তন করার সুযোগ পাবে।

এছাড়া কোনও ফুটবলারকে যদি সরাসরি লাল কার্ড দেখানো হয় এবং তাঁর দল যদি মনে করে সেই সিদ্ধান্তটি ভুল, তা হলে আইএসএল কর্তৃপক্ষের কাছে সেই কার্ড বাতিল করার জন্য আবেদন করা যাবে।

Share the Post:

Related Posts