হলং বনবাংলোর নয়া নকশা জমা পড়ল নবান্নে

Reporter name :

Reporter Image :

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram

কয়েক মাস আগেই অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে যায় আলিপুরদুয়ারের ঐতিহ্যবাহী হলং বনবাংলো। বন দফতরের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় দ্রুত সেই  বনবাংলো তৈরি করে দেওয়া হবে। ইতিমধ্যেই বন দফতরের পক্ষ থেকে আলিপুরদুয়ারের হলং বনবাংলো নতুন নকশা জমা করা হল নবান্নে মুখ্যমন্ত্রীর দফতরে। বন দফতর সূত্রে জানানও হয়েছে, হলং বনবাংলো নতুন চারটি নকশা জমা করা হয়েছে নবান্নে। তার মধ্যে যেই নকশায় অনুমোদন দেবেন মুখ্যমন্ত্রী, সেই নকশা অনুযায়ী গড়া হবে নতুন হলং বনবাংলো।

উল্লেখ্য, বাম জামানায় তৈরি করা হয়েছিল আলিপুরদুয়ারের ঐতিহ্যবাহী হলং বনবাংলো। বনের অন্দরে নির্মিত যে কোনও সরকারি অফিস বা বাংলোর নির্মাণের দায়িত্বে থাকত পর্যটন দফতরের হাতে। কিন্তু হলং বনবাংলো যখন পুড়ে ছাই হয়ে যায় তখন প্রথমে প্রশাসনের পক্ষ থেকে প্রথম দায়িত্ব নেওয়া হয় নতুন ভাবে হলং বনবাংলো নির্মানের কাজের। তারপর প্রশাসনের পক্ষ থেকে জানানও হয় বনের কোর এলাকায় যে কোনও নির্মাণের দায়িত্ব থাকবে বন দফতরের হাতেই। আর তারপরই নতুন বনবাংলো তৈরির নকশা বন দফতরের পক্ষ থেকে জমা দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর দফতরে।

Share the Post:

Related Posts