তিন রাজ্যে নতুন করোনা আক্রান্তের হদিশ

Reporter name :

Reporter Image :

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram

ওয়েব ডেস্ক: ফিরছে করোনার (Corona Virus) চোখ রাঙানি। চলতি মাসে কেরালায় ১৮২ জন আক্রান্তের হদিশ মিলেছে। মারা গিয়েছে ২ জন। বাংলাতেও ক্রমশ বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। চলতি মরসুমে ৩ জন করোনা পজিটিভের সন্ধান পাওয়া গিয়েছে। পাশাপাশি, গুজরাত, মহারাষ্ট্রের পর এবার দিল্লি, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা , বেঙ্গালুরু ও কেরালাতেও নতুন করে করোনা আক্রান্তের (Covid 19 cases raising in India) হদিশ। তবে এই মুহূর্তে সংক্রমণ ততটা গুরুতর নয়। বাড়িতেই চলছে আক্রান্তদের চিকিৎসা চলছে। রাজ্যগুলিতে সতর্কতা জারি করেছে স্বাস্থ্য দফতর।

গোটা দেশে সবচেয়ে বেশি করোনা আক্রান্তের সংখ্যা বেশি কেরলে। করোনার নতুন ভ্যারিয়েন্ট ছড়িয়েছে এই রাজ্যে। এই মুহূর্তে আক্রান্তের সংখ্যা ১৮২। কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ জানিয়েছেন, পরিস্থিতি মোকাবিলায় তৈরি রয়েছে ব়্যাপিড রেসপন্স টিম।

গোটা দেশে সবচেয়ে বেশি করোনা আক্রান্তের সংখ্যা বেশি কেরলে। করোনার নতুন ভ্যারিয়েন্ট ছড়িয়েছে এই রাজ্যে। এই মুহূর্তে আক্রান্তের সংখ্যা ১৮২। কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ জানিয়েছেন, পরিস্থিতি মোকাবিলায় তৈরি রয়েছে ব়্যাপিড রেসপন্স টিম।

জানা গিয়েছে, যাদের মধ্যে উপসর্গ দেখা দিয়েছে তাদের টেস্ট করার নির্দেশ দেওয়া হয়েছে। হাসপাতালগুলিকে RT-PCR কিট ও অন্যান্য চিকিৎসা ব্যবস্থা পর্যাপ্ত রাখতে বলা হয়েছে। এই মুহূর্তে কেরলে আক্রান্তের সংখ্যা ১২১ জন।

Share the Post:

Related Posts