আরও শক্তি বাড়ল ভারতীয় নৌবাহিনীর ((INS Nirdeshak)। যুক্ত হল সার্ভে ভেসেল ‘আইএনএস নির্দেশক’ (INS Nirdeshak)। এটি দ্বিতীয় লার্জ সার্ভে ভেসেল। এই ভেসেলটি তৈরি করেছে গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স (জিআরএসই)। এর আগে প্রথম লার্জ সার্ভে ভেসেলটি চলতি বছরের ৩ ফেব্রুয়ারি হাতে পায় ভারতীয় নৌবাহিনী ( Indian Navy)।
বুধবার ১৮ ডিসেম্বর বিশাখাপত্তনামে (Visakhapatnam) জাতীয় সঙ্গীত এবং পতাকা উত্তোলনের মাধ্যমে যুক্ত হয় আইএনএস নির্দেশক। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় শেঠ, অ্যাডমিরাল রাজেশ পেন্ধরকার, ফ্ল্যাগ অফিসার কমান্ডিং ইন চিফ, পূর্বাঞ্চলীয় ন্যাভাল কমান্ড ভাইস অ্যাডমিরাল বি শিবকুমার, গার্ডেনরিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারসের ম্যানেজিং ডিরেক্টর এবং চেয়ারম্যান কমোডর পি আর হরি (অবসরপ্রাপ্ত), গার্ডেনরিচ শিপবিল্ডার্স এবং ভারতীয় নৌবাহিনীর অন্যান্য কর্মকর্তারা।
গার্ডেনরিচ শিপবিল্ডার্স (Gardenreach Shipbuilders) দেশের একমাত্র শিপইয়ার্ড যা দেশীয় প্রযুক্তিতে সামুদ্রিক নিরাপত্তা বজায় রাখার জন্য বন্ধু দেশগুলির জন্য যুদ্ধজাহাজ নির্মাণ করে। গার্ডেনরিচের তৈরি এই জাহাজটি ১১০তম যুদ্ধজাহাজ। ১১০টি যুদ্ধজাহাজের মধ্যে থেকে ৭২টি ভারতীয় নৌবাহিনী, ৩৬টি উপকূলরক্ষী বাহিনী এবং দু’টি যুদ্ধ জাহাজ মরিশাস উপকূলরক্ষী বাহিনী এবং সেশেলস উপকূলরক্ষী বাহিনীর জন্য নির্মাণ করা হয়েছে।
‘আইএনএস নির্দেশক’ ১১০ মিটার দৈর্ঘ্যের সার্ভে ভেসেল। ভারতীয় নৌবাহিনীর আরও এক জাহাজ ‘আইএনএস সন্ধ্যাক’-এর সঙ্গে কাজ করবে ‘আইএনএস নির্দেশক’। একটি করে হেলিকপ্টার বহন করার ক্ষমতা রয়েছে এই জাহাজগুলির এবং যুদ্ধেও অংশগ্রহণ এর সর্বোচ্চ গতি ১৮ নটের বেশি এবং এই জাহাজ একটানা ২৫ দিন সমুদ্রে থাকতে পারে। এটি একটি হাইড্রোগ্রাফিক সার্ভে ভেসেল (জাহাজ)। যা সমুদ্রের তলদেশে সার্ভে করবে এবং নেভিগেশন চার্ট তৈরি করবে। বিশ্বের সমস্ত দেশের যুদ্ধজাহাজ এবং পণ্যবাহী জাহাজ ভারত মহাসাগর অঞ্চলের মধ্য দিয়ে যায় শুধুমাত্র ভারতের তৈরি হাইড্রোগ্রাফি চার্টের মাধ্যমে। ভারত মহাসাগর অঞ্চলে একমাত্র ভারতের কাছেই এই প্রযুক্তি রয়েছে। “INS নির্দেশক ১১০ মিটার লম্বা এবং ওজন প্রায় ৩,৮০০ টন। দু’টি ডিজেল ইঞ্জিন রয়েছে।