মুশফিকুরের নতুন রেকর্ড

Mushfiqur Rahim

Reporter name :

Reporter Image :

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram

স্পোর্টস ডেস্ক: ভারত-বাংলাদেশ (India Vs Bangladesh) প্রথম টেস্টের তৃতীয় দিনে নয়া রেকর্ড। তামিম ইকবালের সামনেই তাঁর রেকর্ড ভেঙে দিলেন মুশফিকুর রহিম। শনিবারের পর সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে মুশফিকুরের মোট রান হল ১৫২০৫। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর ২০টি শতরান এবং ৮২টি অর্ধশতরান রয়েছে। ৩৭ বছরের ক্রিকেটার টপকে গেলেন তামিমকে। বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক আন্তর্জাতিক ক্রিকেটে করেছেন ১৫১৯২ রান।

মুশফিকুর এ দিন ব্যাট করতে নামার আগে তামিমের সঙ্গে যুগ্ম ভাবে শীর্ষে ছিলেন। দু’জনেরই মোট আন্তর্জাতিক রান ছিল ১৫১৯২। শনিবার প্রথম রান নেওয়ার সঙ্গে সঙ্গে একক ভাবে শীর্ষে উঠে এসেন মুশফিকুর। তিনি শনিবার ১৩ রান করায় তাঁর মোট রান এখন ১৫২০৫। যদিও তামিম দেশের হয়ে খেলেছেন ৩৮৭টি ম্যাচ। মুশফিকুর এখনও পর্যন্ত জাতীয় দলের হয়ে ৪৬৪টি ম্যাচ খেলেছেন।

Share the Post:

Related Posts