মধ্যপ্রদেশের বিরুদ্ধে রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) দুই ইনিংস মিলিয়ে সাত উইকেট নিয়েছেন মহম্মদ শামি (Mohammad Shami)। প্রায় এক বছর পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেই এই পারফরম্যান্সের পর শোরগোল উঠেছে, শামিকে কেন অস্ট্রেলিয়ায় পাঠানো হবে না? বর্ডার-গাভাসকর ট্রফি (Border-Gavaskar Trophy) দীর্ঘ পাঁচ টেস্টের সিরিজ। তাই অনেকেই আশায় আছেন, তৃতীয় কিংবা চতুর্থ টেস্টের সময় তাঁকে দলে অন্তর্ভুক্ত করা হতে পারে।
শামিকে নিয়ে এবার মুখ খুললেন স্বয়ং ভারতের বোলিং কোচ মর্নি মর্কেল (Morne Morkel)। তিনি স্বীকার করেছেন যে শামির প্রত্যাবর্তন ভারতের জন্য বিরাট সুখবর। কিন্তু বর্ডার-গাভাসকর ট্রফিতে তাঁকে খেলানো হবে কি না তা নিয়ে মুখে কুলুপ এঁটেছেন। বরং আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে ডানহাতি পেসারকে সবরকম সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছেন মর্কেল।
ভারতের বোলিং কোচ বলেন, “আমরা শামির উপর নজর রেখে চলেছি। ও প্রায় এক বছর মাঠের বাইরে ছিল। খেলায় ফিরেছে সেটা আমাদের জন্য বড় জয়। দলে ফিরতে কীভাবে ওকে সাহায্য করতে পারি? ভারতে আমাদের প্রতিনিধিরা কাজ করে চলেছে। শামি একজন বিশ্বমানের বোলার।” মর্কেলের কথাতে মোটামুটি পরিষ্কার, অস্ট্রেলিয়ায় যাওয়া হচ্ছে না শামির।