একফ্রেমে মিঠুন-অঞ্জন

Reporter name :

Reporter Image :

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram

মৃণাল সেনের হাত ধরেই কেরিয়ার শুরু করেছিলেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) এবং অঞ্জন দত্ত (Anjan Dutta)। দুই ডাকসাইটে অভিনেতাকেই একফ্রেমে আসছেন পরিচালক পথিকৃৎ বসু। সম্পর্কের জটিল ধাঁধার সমীকরণের গল্প বলবে ‘শ্রীমান ভার্সেস শ্রীমতী’র (Shriman Vs Shrimati)। শুক্রবার সেই ছবির সিনেমারই টিজার পোস্টারে ঝলক দেখালেন পথিকৃৎ বসু। সিনেমারই টিজার পোস্টারে দেখা গেল কোর্টের এক টুকরো দৃশ্য। যেখানে বিয়ে টিকিয়ে রাখার জন্য এক দম্পতির প্রচেষ্টার ইঙ্গিত দেওয়া হয়েছে।

প্রথমবার পর্দায় মুখোমুখি হতে চলেছেন মিঠুন-অঞ্জনকে। ছবিতে মিঠুন চক্রবর্তী ও অঞ্জন দত্তর পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়, মধুমিতা সরকার, অঞ্জনা বসু, সত্যম ভট্টাচার্য, রোশনি ভট্টাচার্য এবং বিশ্বনাথ বসুকে। দেশের সবথেকে দীর্ঘ সময় ধরে চলা ডিভোর্স মামলার ঘটনা অবলম্বনে এই সিনেমা। দীর্ঘ ২৭ বছর ধরে চলা এক ডিভোর্স মামলা নিয়েই সিনেমার গল্প। তবে ২৭ বছরেও আইনত তাঁদের বিচ্ছেদ হয়নি। এই দম্পতির ভূমিকায় দেখা যাবে মিঠুন-অঞ্জনাকে। অঞ্জন দত্তকে দেখা যাবে অঞ্জনার প্রাক্তন প্রেমিকের চরিত্রে। এছাড়াও ছবিতে থাকবে নানা চমক। এক ডিভোর্স মামলা ও সম্পর্কের টানাপোড়েনের নিয়ে এগোবে ছবির গল্প। যা কিনা দেশের আইনের ইতিহাসে সবথেকে বেশি সময় ধরে চলা বিবাহ বিচ্ছেদের মামলা।

Share the Post:

Related Posts