খেলরত্ন পুরস্কারে মনোনয়নে নাম নেই মনু ভাকেরের

Reporter name :

Reporter Image :

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram

স্বাধীনতা উত্তর সময়ে প্রথম ভারতীয় হিসেবে একই অলিম্পিক্স (Paris Olympics 2024) থেকে জোড়া পদক জিতেছেন মনু ভাকের (Manu Bhaker)। অথচ মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার (Dhyan Chand Khel Ratna Award) প্রাপকদের মনোনয়নের তালিকায় তাঁর নামই নেই! সূত্রের খবর, ক্রীড়াক্ষেত্রে দেশের সর্বোচ্চ সম্মানের জন্য শুটারের নাম বিবেচনাই করেনি ১২ সদস্যের জাতীয় ক্রীড়া কমিটি (National Sports Committee)। এই কমিটির নেতৃত্বে আছেন সুপ্রিম কোর্টের অবসর প্রাপ্ত বিচারপতি ভি রামাসুব্রামাম।

জাতীয় ক্রীড়া মন্ত্রকের দাবি, খেলরত্ন পুরস্কারের জন্য আবেদনই করেননি মনু। অথচ তাঁর বাবা রামকৃষ্ণ বলছেন, আবেদন করা হয়েছে কিন্তু কমিটির থেকে কোনও সাড়া পাননি। খেলরত্ন পুরস্কারের মনোনয়নে আছেন ভারতীয় পুরুষ হকি দলের অধিনায়ক হরমনপ্রীত সিং এবং প্যারা-অ্যাথলিট প্রবীণ কুমার।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে অলিম্পিক্সে জোড়া পদকজয়ীর পিতা বললেন, “একটাই অলিম্পিক্সে দুটো পদক পাওয়ার কী মানে যদি পুরস্কারের জন্য ভিক্ষা চাইতে হয়। একজন সরকারি আধিকারিক সিদ্ধান্ত নিচ্ছেন, বাকি সদস্যেরা চুপ করে আছেন, তাঁদের মতামত দিচ্ছেন না। আমি বুঝতে পারছি না, এটাই কি অ্যাথলিট উৎসাহ জোগানোর উপায়?”

রামকৃষ্ণ আরও বলেন, “আমরা পুরস্কারের জন্য আবেদন করেছিলাম কিন্তু কমিটি কিছু জানায়নি। বাবা-মায়েরা কেন যে সন্তানদের খেলাধুলোতে উৎসাহ দিচ্ছেন, তাঁদের উচিত সরকারে আইআরএস আধিকারিক বানানোর দিকে ঠেলে দেওয়া।”

এদিকে ক্রীড়া মন্ত্রকের এক সূত্র বলছে, মনোনয়নের চূড়ান্ত তালিকা এখনও তৈরি হয়নি। আর দিন দুয়েকের মধ্যে তা তৈরি হয়ে যাবে এবং জানিয়ে দেওয়া হবে। এও জানানো হয়েছে, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় মন্ত্রীর সম্মতির পর। আগামী বুধবার কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর সঙ্গে বৈঠক হতে পারে বলে জানানো হয়েছে।

Share the Post:

Related Posts