পরের সপ্তাহে উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী

Reporter name :

Reporter Image :

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram

আগামী সপ্তাহে উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আগামী সপ্তাহে উত্তরবঙ্গ সফরেও (Mamata Banerjee North Bengal) যাবেন, বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে নিজেই জানালেন তিনি। এবারের উত্তরবঙ্গ সফরে ঠাসা কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। সেখানেও একগুচ্ছ কর্মসূচি নেওয়া হয়েছে। বাংলাকে ঘিরে শিল্প এবং কর্মসংস্থানে যে জোর দেওয়া হয়েছে সেটাও জানান মুখ্যমন্ত্রী।

বুধবার নবান্নে মন্ত্রিসভার বৈঠক ছিল। সেখানে জমি সংক্রান্ত নানা প্রস্তাব এবং প্রকল্পের কথা উঠে আসে। মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন, কোন কোন প্রকল্প নেওয়া হয়েছে। নবান্নে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী শিল্পবার্তা দেন। দ্রুত শিল্পায়ন আমাদের লক্ষ্য। পুরুলিয়ার রঘুনাথপুরে ১০টি জমি চিহ্নিত করা হয়েছে। রাজ্যে কয়েকশো কোটি টাকা বিনিয়োগ হবে। ইন্ডাস্ট্রিয়াল পার্কে একাধিক সংস্থাকে জমি দেওয়া হয়েছে। বাংলায় শিল্পের জন্য আরও অনেকে জমি চাইছেন। এদিনের বৈঠকে মমতা জানান, রাজ্যের প্রায় প্রত্যেক জেলায় একটি করে বড় শপিং মল বা বিগ মার্কেট খোলা হবে। এই শপিং মল বা বড় বাজার হলে ব্যাপক কর্মসংস্থান তৈরি হবে বলে মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ ১১টি জেলায় জমি চিহ্নিত করার কাজ হয়ে গিয়েছে। পুরুলিয়া, দার্জিলিং, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর–সহ একাধিক জেলায় শপিং মল হবে। তিনি জানান, ভালো জমি পেলে দিঘায় বড় বাজার তৈরি হবে।

এদিন মমতা জানান আগামী সপ্তাহে উত্তরবঙ্গের সফরে যাবেন তিনি। এখন উত্তরবঙ্গে বৃষ্টি হচ্ছে, আবহাওয়া ভালো থাকবে না, তাই হেলিকপ্টার ব্যবহার করবেন না মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, ‘‌সামনের সপ্তাহে উত্তরবঙ্গ সফরে যাব আমি। বানারহাট, ওদলাবাড়িতে পাবলিক ডিস্ট্রিবিউশন কর্মসূচি করা হবে। তারপর প্রশাসনিক বৈঠক হবে ২১ তারিখ। আর ২২ তারিখ ফিরে আসব।

Share the Post:

Related Posts