কলকাতা: মঙ্গলবার আরজি কর-কাণ্ডের প্রতিবাদে ছ’দফা দাবিতে স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান করছেন জুনিয়র ডাক্তারেরা। তাঁরা জানিয়েছেন, সরকারের পক্ষ থেকে ছ’দফা দাবি মেটানো না হলে এই অবস্থান চালিয়ে যাবেন। যদিও সুপ্রিম কোর্ট তাঁদের বিকেল ৫টার মধ্যে কাজে ফেরার নির্দেশ দিয়েছিল। এই আবহে মঙ্গলবার দুপুরে নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠক হয়। সূত্রের খবর, সেখানেই মুখ্যমন্ত্রী রাজ্যের মন্ত্রীদের এই আন্দোলন নিয়ে মুখ খুলতে বারণ করে দিয়েছেন। জানিয়েছেন, এই বিষয়ে যা বলার, তিনিই বলবেন।
তৃণমূল সূত্রে খবর, দলের মুখপাত্রদেরও এই বিষয়ে মুখ বন্ধ রাখার জন্য বার্তা দিয়েছেন নেত্রী। তবে দলীয় মুখপাত্রদের ক্ষেত্রে সেই নির্দেশ শুধু মঙ্গলবারের জন্য।