সোমবার কলকাতার আলিপুরে ধনধান্য প্রেক্ষাগৃহে চিকিৎসকদের সম্মেলনে এ কথা জানান মুখ্যমন্ত্রী তথা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিনিয়র রেসিডেন্ট ডাক্তারদের বেতন ১৫ হাজার টাকা করে বৃদ্ধি পাচ্ছে। এর আওতায় পড়ছেন ডিপ্লোমাধারী সিনিয়র রেসিডেন্ট, স্নাতকোত্তর স্তরের (পোস্ট গ্র্যাজুয়েট) সিনিয়র রেসিডেন্ট এবং পোস্ট ডক্টরেট সিনিয়র রেসিডেন্ট ডাক্তারেরা। এ ছাড়া ইন্টার্ন, হাউস স্টাফ, স্নাতকোত্তর স্তরের শিক্ষানবিশ (পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি) চিকিৎসক এবং পোস্ট ডক্টরেট শিক্ষানবিশ ডাক্তারদের বেতন ১০ হাজার টাকা বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মুখ্যমন্ত্রী সোমবার বলেন, “আমরা সিদ্ধান্ত নিয়েছি সর্বস্তরের সিনিয়র রেসিডেন্ট ডাক্তারদের বেতন ১৫ হাজার টাকা করে আমরা বাড়িয়ে দেব।” ডিপ্লোমাধারী সিনিয়র রেসিডেন্ট ডাক্তারেরা বর্তমানে মাসে ৬৫ হাজার টাকা করে বেতন পান। সেটিকে বৃদ্ধি করে ৮০ হাজার টাকা করে দেওয়া হবে। স্নাতকোত্তর স্তরের সিনিয়র রেসিডেন্ট ডাক্তারেরা এখন পান মাসে ৭০ হাজার টাকা করে। তা বৃদ্ধি করে ৮৫ হাজার টাকা করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি পোস্ট ডক্টরেট সিনিয়র রেসিডেন্ট ডাক্তারদের বেতন মাসিক ৭৫ হাজার টাকা থেকে বৃদ্ধি করে ১ লক্ষ টাকা করা হবে বলেও জানান তিনি।