চাকরিহারা গ্রুপ C ও D-র জন্য মাসিক বিশেষ অনুদান

Reporter name :

Reporter Image :

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram

সুপ্রিম নির্দেশে নিয়োগ দুর্নীতি মামলায় (SSC Recruitment Scam ) চাকরিহারা ২৬ হাজার শিক্ষক ও অশিক্ষাকর্মী। নতুন করে নিয়োগ সম্পন্ন না হওয়া পর্যন্ত বেতন পাচ্ছেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) আগেই জানিয়েছিলেন তিনি চাকরিহারা গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের ভাতা দেবেন। বুধবার নবান্ন সভাগৃহে সেই ঘোষণায় সিলমোহর দিলেন মুখ্যমন্ত্রী। এপ্রিল মাসের হিসাব অনুযায়ী গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীরা যথাক্রমে ২৫ ও ২০ হাজার টাকা করে মাসিক ভাতা পাবেন। যতদিন না পর্যন্ত আদালতের পরবর্তী রায় আসছে, ততদিন তাঁরা এই ভাতা পাবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

এদিন মুখ্যমন্ত্রী বলেন,”চাকরিহারা গ্রুপ সি (C) এবং গ্রুপ ডি (D)-কে ভাতার জন্য স্কিম তৈরি করেছি আমরা জানিয়েছিলাম। সংসার চালানোর জন্য লেবার দফতরের অধীনে ওয়েস্ট বেঙ্গল লাইভলিহুড এবং সোশ্যাল সিকিউরিটি ১ এপ্রিল থেকে মাসে গ্রুপ সি (Group C) ২৫ হাজার এবং গ্রুপ ডি ( Group D) ২০ হাজার করে বেতন পাবে।” যতদিন না সুপ্রিম কোর্টের (Suprem Court) পরবর্তী রায় আসছে, ততদিন পর্যন্ত এই ভাতা দেওয়া হবে। মুখ্যমন্ত্রী বলেন, চাকরি বাতিলের মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন। আমরা রিভিউ পিটিশন ফাইল করেছি। আদালতের নির্দেশেই চলব। মমতা জানিয়েছেন, চাকরিহারাদের জন্য প্রকল্প তৈরি করছে রাজ্য সরকার। তাঁদের মাসিক অনুদান দেওয়া হবে। গ্রুপ সি ও ডি কর্মীদের যাঁদের বেতন বন্ধের জন্য তাঁদের পরিবারের সদস্যরা সমস্যায় পড়েছেন। সেই কথা মাথায় রেখে একটি প্রকল্প তৈরি করেছি। তার অধীনে গ্রুপ সি ও ডি কর্মীদের আর্থিক সাহায্য দেওয়া হবে।”

মমতা বলেন, “আমরা বলেছিলাম, গ্রুপ সি ও গ্রুপ ডি-র যারা রয়েছেন তারা মাইনে পাচ্ছে না। সংসার চালাতে বেশ অসুবিধা হচ্ছে। আদালতে যেহেতু মামলাটি বিচারাধীন আছে, আমরা রায় পুনর্বিবেচনার জন্য আবেদন করেছি। আদালত যা নির্দেশ দেবে, তা মেনে চলব। কিন্তু ততদিন এই সমসারগুলি কী করে চলবে? তাই আমরা একটা মিটিংয়ে যেমন জানিয়েছিলাম আমরা। আমরা একটা প্রকল্প তৈরি করেছি।”মমতা বলেন, রাজ্য মন্ত্রিসভার অনুমতিক্রমে, পশ্চিমবঙ্গ শ্রমবিভাগের অধীনে, ওয়েস্ট বেঙ্গল লাইভলিহুড অ্যান্ড সোশ্যাল সিকিওরিটি নামে একটি প্রকল্প তৈরি করেছি। এর মাধ্যমে সিদ্ধান্ত হয়েছে, গ্রুপ সি ও ডি কর্মীদের, ২০২৫ সালের ১ এপ্রিল থেকে মাসে যথাক্রমে ২৫ হাজার এবং ২০ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে। এপ্রিল থেকে ওরা পাচ্ছিল বেতনটা।

Share the Post:

Related Posts