৫১ কোটা পার করেও স্মোকিং হট ছাইয়া ছাইয়া গার্ল মালাইকা। মালাইকা আরোরা (Malaika Arora), অভিনেত্রী যেমন চাবুক ফিগার, তেমনি নিজের স্টাইল স্টেটমেন্ট। অভিনেত্রী তাঁর সাহসী আবতারে পুরুষদের হার্টবিট বাড়ান। অভিনেত্রী সম্প্রতি তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি পোস্ট করেছেন। অভিনেত্রীর লুকে বুঁদ নেটপাড়া।
মালাইকা অরোরা (Malaika Arora), এখনও রূপের বাহারে অল্পবয়সি অভিনেত্রীদের জোর টক্কর দিতে পারেন। বলিউডে অনেকের চোখেই তিনি ‘স্টাইল আইকন। বলিউডের গ্ল্যাম ডিভা নিজের স্টাইল স্টেটমেন্টের জন্য আলাদা পরিচিত বানিয়েছেন।নিজের ফিটনেস ও অনবদ্য ফ্যাশন সেন্সের জন্য চর্চায় থাকেন। বোল্ড অবতারে ধরা দিলেন মালাইকা। সম্প্রতি, ইনস্টাগ্রামে নতুন কিছু ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। তাঁর ফ্যাশনে কুপকাত নেটিজেনরা। ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে তাকে কালো স্কাট, সঙ্গে কালো ট্যাঙ্ক টপ। শরীরের সঙ্গে আলতো করে ছোঁয়ানো ব্ল্যাক জ্যাকেট। পরে থাকতে দেখা যাচ্ছে। নেটাগরিকদের ঘাম ঝড়ালেন অভিনেত্রী। মালাইকার মেকআপ সাহসী এবং গ্ল্যামারাসের একটি নিখুঁত মিশ্রণ লক্ষ্য করা গিয়েছে। ছিপছিপে চেহারার পিছনে আছে শরীরচর্চা আর ডায়েট। নিজের ফিটনেস রুটিনও তিনি শেয়ার করে নেন নিজের অনুরাগীদের সঙ্গে।