টি২০ থেকে অবসর মাহমুদুল্লার

Mahmudullah

Reporter name :

Reporter Image :

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram

স্পোর্টস ডেস্ক: মঙ্গলবার সকালেই জানা গিয়েছিল, অবসরের ঘোষণা করতে পারেন মাহমুদুল্লা। তিনি সাংবাদিক বৈঠকে আসায় তার ইঙ্গিত আরও জোরাল হয়েছিল। সাংবাদিক বৈঠকে মাহমুদুল্লা বলেন, “এই সিরিজের শেষ ম্যাচ খেলে আমি আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিচ্ছি। এটা আগে থেকেই ঠিক করা ছিল। এই ফরম্যাট থেকে সরে যাওয়ার এটাই সঠিক সময়। এ বার শুধু এক দিনের ক্রিকেটে মন দেব।”

বাংলাদেশের ক্রিকেটার জানিয়েছেন, আগামী শনিবার হায়দরাবাদে ভারতের বিরুদ্ধে নিজের শেষ ম্যাচ খেলবেন তিনি।

উল্লেখ্য, ২০২১ সালের জুলাই মাসে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন মাহমুদুল্লা। এবার টি২০ থেকে অবসর নিলেন বাংলাদেশী ক্রিকেটার। ২০০৭ সালে টি-টোয়েন্টি ক্রিকেটে দেশের জার্সিতে অভিষেক হয় মাহমুদুল্লার। ১৩৯টি ম্যাচ খেলেছেন তিনি। করেছেন ২৩৯৫ রান। নিয়েছেন ৪০টি উইকেট। তাঁর নেতৃত্বে বাংলাদেশ ৪৩টি ম্যাচ খেলেছে। এর মধ্যে ১৬টিতে জিতেছে তাঁর দল। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন মাহমুদুল্লা। ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি।

Share the Post:

Related Posts