লড়াই করেও হল না শেষরক্ষা। ঘরের মাঠে মাত্র ৪ রানে হারল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। ৬ এপ্রিলের যে ম্যাচ (KKR vs LSG) পিছিয়ে গিয়েছিল, তাতে বাজিমাত করল সঞ্জীব গোয়েঙ্কার দল। নারিনের ম্যাজিক্যাল স্পেল নয়, মঙ্গলবারের ইডেন দেখল পুরানের (Nicolas Pooran) তাণ্ডব। সুপার ফ্লপ ডি’কক। ব্যাট হাতে রাহানে (Ajinkya Rahane), রিঙ্কু, ভেঙ্কটেশরা জ্বলে উঠলেও
২৩৯ রানের বিশাল লক্ষ্য তাড়া করে ম্যাচ জিততে পারল না নাইটরা। আবার হারের ফলে আবার পয়েন্ট টেবিলে পতন ঘটল নাইটদের। ছয়ে নেমে এল তারা। অন্যদিকে লখনউ উঠে এল চারে। এদিনের ম্যাচে কী হল দিনভর? চলুন সংক্ষেপে জেনে নেওয়া যাক।
মঙ্গলবারের ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন নাইট অধিনায়ক অজিঙ্ক্য রাহানে। তবে তাঁর এই সিদ্ধান্ত খুব একটা উপযোগী হয়নি। কারণ মার্করাম এবং মার্শের ওপেনিং জুটি ৯৯ রান যোগ করে। এরপর শুরু হয় ক্যারিবিয়ান সুপারস্টার নিকোলার পুরানের তাণ্ডব। তিনি ৩৬ বলে ৮৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন। শেষমেষ ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৩৮ রান তোলে লখনউ। মার্করাম করেন ৪৭ রান, মার্শ খেলেন ৮১ রানের ঝকঝকে ইনিংস।
জবাবে ব্যাটিং করতে নেমে নাইটদের শুরুটা সেভাবে হয়নি। শুরুতেই ফর্মে থাকা ডি ককের উইকেট হারায় নাইটরা। তবে তারপর নারিন এবং রাহানে দ্রুতগতিতে রান করেন। দু’জনের মধ্যে ৫৪ রানের পার্টানারশিপ হয়। রাহানে আউট হন ৬১ রান করে। ভেঙ্কটেশ আইয়ার করেন ৪৫ রান। শেষবেলায় রিঙ্কু ১৫ বলে ৩৮ রানের ঝোড়ো ইনিংস খেললেও শেষরক্ষা হয়নি। ২৩৪ রানেই থেমে যায় নাইটদের ইনিংস। মাত্র ৪ রানে হেরে যায় কেকেআর। লখনউ-এর হয়ে আকাশ দীপ এবং শার্দুল ঠাকুর নেন একজোড়া করে উইকেট।