৭৮-এ পা দিলেন লালু

Reporter name :

Reporter Image :

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram

ওয়েব ডেস্ক: লালু প্রসাদ যাদবের (Lalu Prasad Yadav) জন্মদিন। মঙ্গলবার মাঝরাত থেকেই শুরু হয়েছে জন্মদিন পালন। বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও রেলমন্ত্রী লালুপ্রসাদ যাদব (Lalu Prasad Yadav) ৭৮ বছরে পা রাখলেন। জন্মদিনের সকালে একটি ছবি ভাইরাল (viral) হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, লালুর ভক্ত সমর্থকরা সামনে রেখেছেন একটি লাড্ডু (laddu)। কাজু, কিশমিশে ভরা সেই লাড্ডুর ওজন ৭৮ কেজি। এরপরই এক কর্মী এগিয়ে দিলেন কারুকাজ করা তলোয়ার। লালুপ্রসাদ চেয়ারে পা তুলে বসে থাকা অবস্থায় রাজকীয় ভঙ্গিতে তলোয়ার দিয়ে কেটে ফেলেন সেই লাড্ডু।

রাষ্ট্রীয় জনতা দলের সুপ্রিমো লালুপ্রসাদের (Lalu Prasad Yadav) জন্মদিন পালনের (Birthday Celebration) সময় বাড়ির বাইরে ছিল দলীয় কর্মীদের ছোটখাট জনসভা। জানা গিয়েছে, বহু সমর্থকেরা এসেছিলেন বাজা নিয়ে। নাচ-গান, উল্লাস, হইহুল্লোড়ে মেতে ওঠে গোটা এলাকা। তাঁদের সঙ্গে ছিল লালুপ্রসাদের ছবি ও পোস্টার (poster)। অনেকেই সঙ্গে করে নিয়ে এসেছিলেন কেক, মিষ্টির প্যাকেট। অনেককে আবার দেখা যায় খোলা তলোয়ার হাতে নিয়ে নাচতে।

লালুর স্ত্রী তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবীর ১০ সার্কুলার রোডের বাড়িতে জন্মদিনের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ঘরোয়া অনুষ্ঠানে মেয়ে ও নাতিদের পাশে বসে কেক কাটেন একদা দুঁদে রাজনীতিক লালুপ্রসাদ। শুধু তাই নয়, আরজেডি গোটা রাজ্যেই সম্প্রীতি দিবস হিসেবে এইদিনকে পালন করে থাকে।

এরই পাশাপাশি, দলের রাজ্য অফিসে এসে ৭৮ পাউন্ডের কেক কাটেন লালুপ্রসাদ যাদব। শুধু বিহারের মানুষই নন, কংগ্রেস নেতা রাহুল গান্ধী সহ বহু রাজনৈতিক ব্যক্তিত্ব জন্মদিনের অভিনন্দন জানিয়েছেন লালুপ্রসাদকে।

Share the Post:

Related Posts