ভারতের মুকুটে নয়া পালকের স্বপ্নে জল। অস্কার জেতার দৌড় থেকে ছিটকে গেল ‘লাপাতা লেডিজ’। দিনকয়েক আগে আকাদেমির তরফ থেকে ঘোষণা করা হয়েছিল একটি তালিকা। সেই তালিকায় নাম ছিল কিরণ রাও পরিচালিত সিনেমাটির। কিন্তু আচমকা কেন বাদের খাতায় এই সিনেমা? রয়েছে বিস্তারিত…। মুক্তির পর থেকেই জনপ্রিয়তার শিখর ছুঁয়েছিল আমির খান প্রযোজিত ও কিরণ রাও পরিচালিত সিনেমা ‘লাপাতা লেডিজ’। এই ছবির ইউএসপিই ছিল ছবির সারল্য। যদিও অস্কারের দৌড়ে টিকলো না এই ছবি।
বদলে ইউকে থেকে বেছে নেওয়া হয়েছে ‘সন্তোষ’ বলে একটি সিনেমা। ভারতীয় অভিনেতা ও ভারতের গল্প নিয়েই তৈরি এই সিনেমা। বক্স অফিসে সফলতা না পেলেও, অস্কারের তালিকা থেকে এই সিনেমা বাদ পড়ায় মণ খারাপ সিনেমাপ্রেমীদের।
চলতি যে ছবিগুলি এবারের অস্কারে জায়গা করে নিয়েছে সেগুলি হল:
ব্রাজিল, “I’m Still Here”
কানাডা, “Universal Language”
চেক রিপাবলিক, “Waves”
ডেনমার্ক, “The Girl with the Needle”
ফ্রান্স, “Emilia Pérez”
জার্মানি, “The Seed of the Sacred Fig”
আইসল্যান্ড “Touch”
আয়ারল্যান্ড, “Kneecap”
ইটালি, “Vermiglio”
লাতভিয়া, “Flow”
নরওয়ে, “Armand”
প্যালেস্তাইন, “From Ground Zero”
সেনেগল, “Dahomey”
থাইল্যান্ড, “How to Make Millions before Grandma Dies”
ইংল্যান্ড, “Santosh”