বর্ডার-গাভাসকর সিরিজ কোহলির কেমন যাব? জানালেন দ্রাবিড়

Reporter name :

Reporter Image :

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram

পার্থ টেস্টের (Perth Test) দ্বিতীয় ইনিংসে শতরান করেছেন বিরাট কোহলি (Virat Kohli)। লাল বলের ক্রিকেটে দীর্ঘদিন ধরে বড় রান পাচ্ছিলেন না তিনি, মোক্ষম সময়ে ফর্মে ফিরেছেন। মহাগুরুত্বপূর্ণ বর্ডার-গাভাসকর ট্রফির (Border-Gavaskar Trophy) প্রথম ম্যাচেই দলের এক নম্বর ব্যাটার রান পাওয়ায় আত্মবিশ্বাসী ভারতীয় শিবির। গোটা সিরিজেই কোহলি রানের মধ্যে থাকবেন, তেমনটাই আশা করা হচ্ছে। ভারতের প্রাক্তন হেড কোচ রাহুল দ্রাবিড়ও (Rahul Dravid) মনে করছেন, এই সিরিজে প্রচুর রান করবেন কোহলি। সাম্প্রতিক অতীতে দক্ষিণ আফ্রিকা সফরে কোহলির ব্যাটিংয়ের কথা স্মরণ করালেন দ্রাবিড়। তিনি বলেন, “কোহলি খুবই ভালো ব্যাটিং করে চলেছে। এমনকী ছয় মাস আগে দক্ষিণ আফ্রিকা সফরে দুটো কঠিন উইকেটেও ভালো ব্যাট করেছিল। এই সিরিজের শুরুতেই শতরান পাওয়া খুবই ভালো বিষয়। আমার মনে হয়, সিরিজটা কোহলির জন্য খুবই ভালো যাবে।”

পার্থে সেঞ্চুরি করে শচীন তেন্ডুলকরের (Sachin Tendulkar) রেকর্ড ভেঙে দিয়েছেন কোহলি। অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় হিসেবে সবথেকে বেশি ৭টি শতরান করেছেন তিনি। শচীন করেছিলেন ৬টি। অন্য সমস্ত প্রতিপক্ষ মিলিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে সবথেকে বেশি ৯টি টেস্ট সেঞ্চুরি আছে ইংল্যান্ডের জ্যাক হবসের (Jack Hobbs)। ইংল্যান্ডের ওয়ালি হ্যামন্ডের (Wally Hammond) অস্ট্রেলিয়ায় সেঞ্চুরির সংখ্যা ৭। সমস্ত ফর্ম্যাট মিলিয়ে অজি ভূমে ১২টি শতরান আছে কোহলির যা অ-অস্ট্রেলীয় হিসেবে আরও কারও নেই। অস্ট্রেলিয়ায় ৪৩টি ম্যাচ এবং ৫৫টি ইনিংসে ৫৬.৯৫ গড়ে ৩৫৩১ রান করেছেন তিনি। ১২টি শতরানের পাশাপাশি আছে ১৯টি অর্ধশতরান এবং সর্বোচ্চ স্কোর ১৬৯।

Share the Post:

Related Posts