‘মুঞ্জ্যা’র ভাগ্যশ্রীকে চেনেন?

Bhagyashree Limaye

Reporter name :

Reporter Image :

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram

ওয়েব ডেস্ক: ওটিটির পর্দায় মুক্তির পাশাপাশি টেলিভিশনের পর্দায়ও সম্প্রচারিত হল বহুল প্রশংসিত হরর কমেডি ঘরানার ছবি ‘মুঞ্জ্যা’। এই ছবিতে রুক্কুর চরিত্রে অভিনয় করে নজর কেড়েছেন ভাগ্যশ্রী লিমায়ে। বড় পর্দায় এই নতুন মুখকে ঘিরে তৈরি হয়েছে দর্শকের কৌতূহল।

অভিনয়ের প্রতি ভাগ্যশ্রীর আগ্রহ ছিল শৈশব থেকেই। অডিশন দেওয়ার পর ছোট পর্দায় অভিনয়ের সুযোগ পান তিনি। পাশাপাশি বিজ্ঞাপনের মুখ হিসাবেও দেখা যায় তাঁকে।
২০২১ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘সত্যমেব জয়তে ২’। জন আব্রাহম অভিনীত এই ছবির মাধ্যমে বলিপাড়ায় পা রাখেন ভাগ্যশ্রী।
ভূষণের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে ভাগ্যশ্রীর কথায়, ‘‘মরাঠা ইন্ডাস্ট্রির গুটি কয়েক অভিনেতার সঙ্গে আমার খুবই ভাল বন্ধুত্ব রয়েছে। তাঁদের মধ্যে ভূষণ অন্যতম। আমরা একসঙ্গে অনেক সময় কাটিয়েছি। আমাদের বেশির ভাগ সময় একসঙ্গে দেখা যায় বলেই হয়তো রটনা শুরু হয়েছে।’’
Share the Post:

Related Posts