দিল্লি বিধানসভা নির্বাচনে একক লড়াই করবে আম আদমি পার্টি (আপ)। আপ (AAP) সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল রবিবার বলেন, দিল্লিতে আসন্ন বিধানসভা নির্বাচনে দল এককভাবে লড়াই করবে। আগামী বছরের শুরুতেই দিল্লি বিধানসভা নির্বাচন। দিন যত এগিয়ে আসছে রাজধানীতে একের পর এক নেতার দলবদলের ঘটনা ঘটছে। তারই মধ্যে রবিবার কেজরিওয়াল সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন। গত লোকসভায় কংগ্রেসের সঙ্গে জোট করেছিল আপ। কিন্তু, দিল্লিতে সব কটি আসনেই হার হয়েছে তাদের। সেই প্রেক্ষিতে এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।
দিল্লি বিধানসভা নির্বাচনে ৭০ আসনের ভাগ্য নির্ধারণ হবে। ইতিমধ্যে আপ প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করেছে। যার মধ্যে ছয়জন নেতা যাঁরা বিজেপি এবং কংগ্রেস থেকে আপে যোগ দেন। কেজরিওয়ালের এই ঘোষণা ইন্ডিয়া জোটের কাছে ধাক্কা বলে মনে করা হচ্ছে। বিশেষ করে সম্প্রতি মহারাষ্ট্র নির্বাচনে ইন্ডিয়া জোট বড় ধাক্কা খেয়েছে। আগামী ফেব্রুয়ারি মাসে দিল্লি বিধানসভা নির্বাচন হতে পারে।






