নাইনটিজ কুইন কাজল (Kajol)। বয়স বাড়লেও অভিনেত্রীর বাবলিনেস মূল আকর্ষণ অনুরাগীদের। এই বঙ্গ তনয়া যখন শাড়ি পরেন, ট্র্যাডিশনাল আউটফিটে তাঁকে আরও বেশি আকর্ষণীয় দেখায়। এবার ক্লাসিক কালো শাড়িতে নিজেকে মেলে ধরলেন কাজল। শাড়ির থেকে সকলের নজর নায়িকার ব্লাউজের দিকে।
বয়স প্রায় ৫০ ছুঁইছুঁই হলেও কাজল চিরসবুজ। তাঁর মনখোলা হাসি দেখে যে কারোর মন ভালো হয়ে যেতে পারে। কখনও রঙিন তো কখনও সাদা কালো ক্যানভাসে মনীশ মালহোত্রার ডিজাইন করা কালো শাড়িতে লাইমলাইট কেড়েছেন তিনি। শাড়ির থেকে সকলের চোখ আটকেছে নায়িকার ব্লাউজে। ছবিতে দেখা গিয়েছে মনীশ মালহোত্রার আর্কাইভাল চেনিল ভিনটেজ কালেকশনের একটি শাড়ি পরেছিলেন। কালো শাড়িতে সোনালী জরির কাজ, সঙ্গে কাজলের সাহসী লুক বেশ নজর কেড়েছে। শাড়ির সঙ্গে স্লিভলেস হ্যাল্টার নেকলাইন এবং স্টাইলিশ ম্যান্ডারিন কলার ব্লাউজ, কাজলের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে। অভিনেত্রীর ক্লাসিক সাজে ভক্তদের মুগ্ধ করেছেন। ছবিকে আরও বেশি বোল্ড করে তুলেছে নায়িকার হাতে উজ্জ্বল লাল গোলাপ।






