আইসিসির চেয়ারম্যান হিসেবে যাত্রা শুরু জয় শাহের

Jay Shah

Reporter name :

Reporter Image :

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram

আন্তর্জাতিক ক্রিকেটের (ICC) মঞ্চে কর্তৃত্ব শুরু ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) পুত্র জয় শাহের (Jay Shah)। ঘোষণা আগেই হয়েছিল। প্রাক্তন বিসিসিআই (BCCI) সেক্রেটারি জয় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যানের আনুষ্ঠানিক দায়িত্ব নিলেন রবিবার। প্রাক্তন আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলে সরে দাঁড়ানোর পরে গত ২৮ অগাস্ট জয় শাহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন। শাহ এই পদে এন. শ্রীনিবাসন এবং শশাঙ্ক মনোহরের পরে তৃতীয় ভারতীয়। সার্বিকভাবে ক্রিকেটের সর্বোচ্চ মঞ্চের শীর্ষ পদে পঞ্চম ভারতীয়। জগমোহন ডালমিয়া এবং শরদ পাওয়ার আইসিসির সভাপতি ছিলেন।

শাহ আইসিসি চেয়ারম্যান হিসেবে তার প্রথম ভাষণে জানিয়েছেন, ২০২৮ সালের অলিম্পিকে ক্রিকেটের ঐতিহাসিক অন্তর্ভুক্তি নতুন অনুরাগীদের আকৃষ্ট করার জন্য আন্তর্জাতিক প্ল্যাটফর্ম দেবে। আইসিসির নেতৃত্বে ভারতীয়দের সম্পূর্ণ তালিকা- জগমোহন ডালমিয়া ১৯৯৭ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত আইসিসি সভাপতি ছিলেন।  শরদ পাওয়ার ২০১০ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত আইসিসি সভাপতি ছিলেন। এন. শ্রীনিবাসন ২০১৪ সালের ২৬ জুলাই থেকে ২০১৫ সালের ৯ নভেম্বর পর্যন্ত আইসিসি চেয়ারম্যান ছিলেন।  শশাঙ্ক মনোহর ২০১৫ সালের ২২ নভেম্বর থেকে ২০২০ সালের ৩০ জুন পর্যন্ত আইসিসি চেয়ারম্যান ছিলেন। জয় শাহ ১ ডিসেম্বর থেকে আইসিসির চেয়ারম্যান হিসেবে যাত্রা শুরু করলেন।

Share the Post:

Related Posts