ইজরায়েলের ‘নৃশংস’ হামলায় প্রাণ হারালেন বহু ক্ষুধার্ত মানুষ

Reporter name :

Reporter Image :

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram

ওয়েব ডেস্ক: শুক্রবার ইরানের (Iran) বুকে হামলা শুরু করেছে ইজরায়েল (Israel-Gaza Conflict)। তারপরেও গাজা (Gaza) থেকে নজর সরেনি নেতানিয়াহুর (Benjamin Netanyahu)। ফের এক নৃশংস ঘটনার সাক্ষী গাজা ভূখণ্ড। মঙ্গলবার খাবারের আশায় লাইনে দাঁড়ানো অভুক্ত মানুষদের উপর বিমানহানা চালাল ইজরায়েল। দক্ষিণ গাজার রাফা শহরের কাছে এই হামলা হয়, যার জেরে এখনও পর্যন্ত অন্তত ৫১ জনের মৃত্যুর খবর মিলেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রকের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, রাফা-র একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে ভোরবেলায় বহু মানুষ খাবারের অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন। সেই সময় আচমকাই উপর থেকে বোমাবর্ষণ করে ইজরায়েলি বাহিনী। চারদিক ভরে উঠে টাটকা দলা পাকানো রক্ত-মাংসে। ধ্বংসস্তূপের মাঝখান থেকে ভেসে আসে আহতের আর্তনাদে। স্বজনহারা কান্নার শব্দে সাতসকালেই থমকে যায় রাফা।

ইজরায়েলের এই নৃশংস ঘটনার তীব্র নিন্দা করে রাষ্ট্রপুঞ্জ (United Nations) জানায়, ‘‘নিরীহ মানুষের উপর এই ভয়াবহ হামলা মানবতাবিরোধী। এই ধরনের ঘটনার কোনও গ্রহণযোগ্যতা থাকতে পারে না।’’

উল্লেখ্য, ইজরায়েলের অবরোধের কারণে গাজায় খাদ্য, ওষুধ, জ্বালানির প্রবেশ কার্যত সম্পূর্ণ বন্ধ ছিল। আন্তর্জাতিক চাপের মুখে সাময়িকভাবে অবরোধ শিথিল করে ইজরায়েল। তবে মঙ্গলবারের এই ঘটনায় এটাই প্রমাণিত হচ্ছে, গাজায় মানবিক সাহায্যের কেন্দ্রস্থলগুলিও আর নিরাপদ নয়।

প্রসঙ্গত, গত ২০ মাস ধরে চলছে ইজরায়েল-হামাস সংঘর্ষ। এই দীর্ঘ যুদ্ধে বিভিন্নভাবে মৃত্যু হয়েছে অন্তত ৫৫,৩৬২ জন মানুষের। আহতের সংখ্যাটা আতটাই বেশি যে তা সঠিকভাবে গণনা করাই যায়নি।

Share the Post:

Related Posts