সাহসী ইশা

Reporter name :

Reporter Image :

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram

সিনেমা হোক বা ওয়েবসিরিজ ইশা সাহার (Ishaa Saha) শরীর বিহঙ্গে চোখ ফেরানো দায়। অভিনেত্রীর প্রত্যেক লুকই অন্যদের থেকে তাকে আলাদা করে। তাঁর চোখের জাদুতে সবাই কাবু। এবার অভিনেত্রীকে দেখা গেল সুপার সেক্সি (Ishaa Saha Look Sexy) ওয়েস্টান সাজে। স্যোশাল মিডিয়ায় অভিনেত্রীর ছবি কাঁপাচ্ছে।

ইশার ডাস্কি স্কিন টোন এবং কাজল কালো মায়াবী চোখ দেখে নিস্পলক তাকিয়ে থাকেন অনেকেই। তাঁর প্রেমে কত পুরুষই যে পাগল হয়েছেন, তা আর বলার অপেক্ষা থাকে না। বং ডিভা ইশার স্টাইলিং এবং ফ্যাশন স্টেটমেন্ট দেখে চোখ ফেরানোই দায় হয়। কত পুরুষ হৃদয়ে যে ঝড় তোলে, তার হিসেব রাখাও মুশকিল। বাঙালিয়ানা থেকে ওয়েস্টার্ন সবরকম পোশাকেই বেশ সাবলীল ইশা। অভিনেত্রীকে কখনও জ্যাকেটের সঙ্গে শাড়ি পরে তাক লাগিয়ে দেন। আবার জিন্সের সঙ্গে শাড়ি পরেও ইশাকে খুব ভালো দেখায়। একদম অন্যরকম স্টাইলিংয়ে সবাইকে চমকে দেন এই অভিনেত্রী। কখনও আবার সম্পূর্ণ রহস্যময়ী হয়েও ধরা দিয়েছেন তিনি। এবার অভিনেত্রী ধরা দিলেন ব্ল্যাক ‘সেক্সিয়েস্ট’ লুকে ধরা দিলেন।

নিজের ইনস্টা-তে ব্ল্যাক হট লুকে পোজ দিয়ে নেটিজেনদের নজর কেড়েছেন অভিনেত্রী। অফ শোল্ডার ব্ল্যাক গাউনে দেখা গেল অভিনেত্রীকে। সঙ্গে হালকা মেকআপ। উন্মুক্ত বক্ষ-বিভাজিকার খাঁজ, সেক্সি লেডি কিলার লুকে নিজেকে মেলে ধরেছেন ইশা। খোলা চুল, সাহসী চাহনিতেই রাতের ঘুম উড়েছে ভক্তদের। ছবি ভাইরাল হতেই খুব বেশি সময় নেয়নি।

 

View this post on Instagram

 

A post shared by Ishaa Saha (@ishaasaha_official)

 

Share the Post:

Related Posts