সিরিয়ায় সুরক্ষিত রয়েছেন ভারতীয়রা, রিপোর্ট পেল বিদেশমন্ত্রক

Reporter name :

Reporter Image :

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram

বিদ্রোহী-সেনা সংঘর্ষে উত্তপ্ত সিরিয়াতে (Syria) ভারতীয়রা (Indian) সুরক্ষিত (Safe) রয়েছেন। বিদ্রোহীরা সিরিয়ার প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করেছেন। সেই প্রেক্ষিতে সেখানে কর্মরত ভারতীয়রা কেমন রয়েছেন তা জানতে উদগ্রীব সবাই। সবাই সুরক্ষিত রয়েছে, ভারতের বিদেশমন্ত্রকের কাছে এমনই রিপোর্ট এসেছে। একটি জাতীয় সংবাদমাধ্যম সূত্রে রবিবার রাতে এই খবর জানা গিয়েছে। যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার রাজধানী দামাস্কাসে ভারতীয় দূতাবাস চালু রয়েছে। সেখান থেকে ভারতীয় নাগরিকদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সিরিয়ায় সব ভারতীয় নাগরিক নিরাপদ এবং দূতাবাস তাদের সাহায্য করছে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত এই বিষয়ে বিদেশমন্ত্রকের কোনও অফিশিয়াল বিবৃতি পাওয়া যায়নি। এর আগে একটি পরামর্শে বিদেশ মন্ত্রক (এমইএ) হিংসা বিধ্বস্ত সিরিয়ায় বসবাসরত ভারতীয়দের সম্ভব হলে উড়ান ধরে ফিরে আসতে বলেছিল।

বিদেশমন্ত্রক আগে জানিয়েছিল, সিরিয়ার বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ভারতীয় নাগরিকদের পরবর্তী বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত সিরিয়ায় ভ্রমণ এড়াতে বলা হচ্ছে। সিরিয়ায় থাকা ভারতীয়দের সাহায্যের জরুরি হেল্পলাইন নম্বর +963 993385973  জানানো হয়েছিল। দামাস্কাসে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখতে বলা হয়েছিল। পাশাপাশি সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে ও প্রয়োজন ছাড়া বাইরে না বের হতে বলেছিল।

Share the Post:

Related Posts