বাবা হলেন অক্ষর প্যাটেল

Reporter name :

Reporter Image :

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram

বাবা হলেন ভারতীয় স্পিনার, অলরাউন্ডার অক্ষর প্যাটেল। ১৯ ডিসেম্বর, ২০২৪ দম্পতির কোল আলো করে আসে পুত্র সন্তান। নিজের ইনস্টাগ্রাম ফিডে অক্ষর একটি পোস্ট করে তার অনুরাগীদের উদ্দেশ্যে এই সুখবরটি দেন। পোস্টটিতে দেখা যায় একটি ভারতীয় জার্সি এবং তার একপাশে অক্ষরের স্ত্রীয়ের একটি আঙ্গুল ধরে আছে ছোট্ট একটি আঙ্গুল, অপর পাশে অক্ষরের একটি আঙুলও সমানভাবে ধরে আছে একটি সদ্যজাতর হাত। পোস্টটিতে লেখা, ‘ ও এখনও পা দিয়ে অফসাইড ঠিক করার চেষ্টা করছে। কিন্তু গোটা বিশ্বের সঙ্গে ওর পরিচয় করানোর লোভ আমরা আর সামলাতে পারলাম না। এই দুনিয়ায় তোমাকে স্বাগত হক্স প্যাটেল। ভারতীয় ক্রিকেট দলের ক্ষুদ্রতম তথাপি সবথেকে বড় ফ্যান। আর আমাদের হৃদয়ের এক অবিচ্ছেদ্য অংশ। ১৯-১২-২০২৪ ‘। অক্ষরের এই পোস্ট দেখেই স্পষ্ট বাড়ির খুদে সদস্যের নাম রাখা হয়েছে হক্স।

উল্লেখ্য, বক্সিং ডে ম্যাচের তালিকা প্রকাশ করার আগেই সাংবাদিক বৈঠকে টিম ইন্ডিয়ার অধিনায়ক হিটম্যান রোহিত শর্মা জানিয়েছিলেন এই সিরিজে পাওয়া যাবেনা অক্ষরকে। এমনকি তাঁকে পুরো বর্ডার – গাভাস্কার সিরিজেও দেখা যায়নি। কারণ তিনি পৃতিত্বকালীন ছুটিতে রয়েছেন। যা থেকে তখনই আভাস পাওয়া গেছে তিনি শীঘ্রই বাবা হতে চলেছেন। বাড়িতে আসতে চলেছে নতুন সদস্য। আর এবার সুখবরের কথা নিজেই জানালেন অক্ষর সোশ্যাল মিডিয়াতে।

Share the Post:

Related Posts