একনজরে দেখে নিন অস্ট্রেলিয়া সফরে ভারতের স্কোয়াড

Ind vs Aus

Reporter name :

Reporter Image :

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়া সফরের জন্য দল ঘোষণা করল বিসিসিআই (BCCI)। আর সেই দলে সুযোগ পেলেন না মহম্মদ শামি। যদিও বোর্ড আলাদা করে উল্লেখ করেনি ক’টি টেস্টের দল ঘোষণা হয়েছে। ফলে পুরো সিরিজ়ের দলই ঘোষণা করা হয়েছে বলে মনে করা হচ্ছে। তাই গোটা সিরিজেই পাওয়া যাবে না শামিকে। আবার এই দলে বাংলা থেকে ৩ জন ক্রিকেটার সুযোগ পেয়েছেন। অভিমন্যু ঈশ্বরণ এবং আকাশ দীপ রয়েছেন, সঙ্গে রিজার্ভে রাখা হয়েছে মুকেশ কুমারকে। দ্বিপাক্ষিক সিরিজে সাধারণত ১৫ জনের দল ঘোষণা করা হয়। তবে ১৮ জনের দল ঘোষণা বিরল ব্যাপার।

বোর্ড বিবৃতিতে জানিয়েছে, কুলদীপ যাদবের দীর্ঘ দিন ধরে বাঁ দিকের কুঁচকিতে চোট রয়েছে। তা সারানোর জন্য নিউজিল্যান্ডের সিরিজের পরেই তাঁকে বোর্ডের উৎকর্ষ কেন্দ্রে পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে। তাই অস্ট্রেলিয়াগামী দলে তিনি জায়গা পাননি। তবে শামিকে নিয়ে একটা কথাও লেখা হয়নি।

এবার দেখে নেওয়া যাক অস্ট্রেলিয়া সফরে ভারতের স্কোয়াড– রোহিত শর্মা (অধিনায়ক), যশপ্রীত বুমরা (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, অভিমন্যু ঈশ্বরণ, শুভমন গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, ঋষভ পন্থ (উইকেটকিপার), সরফরাজ খান, ধ্রুব জুরেল (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা, মহম্মদ সিরাজ, আকাশ দীপ, প্রসিদ্ধ কৃষ্ণ, হর্ষিত রানা, নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর।
রিজার্ভ: মুকেশ কুমার, নবদীপ সাইনি, খলিল আহমেদ।

উল্লেখ্য, অস্ট্রেলিয়া সফরে পাঁচটি টেস্ট খেলবে ভারত। প্রথম টেস্ট পার্থে (২২-২৬ নভেম্বর), দ্বিতীয় টেস্ট অ্যাডিলেডে (দিন-রাতের, ৬-১০ ডিসেম্বর), তৃতীয় টেস্ট ব্রিসবেনে (১৪-১৮ ডিসেম্বর), চতুর্থ টেস্ট মেলবোর্নে (২৬-৩০ ডিসেম্বর) এবং সিডনি (৩-৭ জানুয়ারি ২০২৫) হবে শেষ অর্থাৎ পঞ্চম টেস্ট।

Share the Post:

Related Posts