ফের উত্তপ্ত ভারত-পাকিস্তান সীমান্ত

Reporter name :

Reporter Image :

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram

সীমন্তে বাড়ছে গোলাগুলি বর্ষণ। প্রথম ৬ দিন পাকবাহিনী গোলাগুলি চালাচ্ছিল কেবল LOC জুড়ে। বুধবার রাতে তা আরও বিস্তৃত হয়েছে, জম্মু (Jammu) সীমান্তেও গুলিবর্ষণ করছে পাক বাহিনী। টানা সাতদিন ধরে চলছে বিনা প্ররোচনায় পাক গুলিবর্ষণ।

বুধবার রাতেও পাকিস্তান বাহিনীর গোলাগুলি অব্যাহত। উপযুক্ত জবাব দিল ভারত। পহেলগাম হত্যাকাণ্ডের পর পাক গুলিবর্ষণ শুরু হয়। মঙ্গলবার রাতে পাক সেনারা গুলি চালায়। মঙ্গলবার ভারতের DGMO হটলাইনে কথা বলেছিলেন পাকিস্তানের DGMO-র সঙ্গে। পাকিস্তানের গোলাগুলি বর্ষণের বিষয়ে ভারত তীব্র প্রতিবাদ করে চূড়ান্ত সাবধানবাণী শোনায়। Director General of Military Operations-র সতর্ক করে দেওয়ার পরেও সংযত হয়নি পাকিস্তান। তার পরেও চলছে বেআইনি পাক গোলাগুলি বর্ষণ, তা আরও বিস্তৃত হচ্ছে।

Share the Post:

Related Posts