গোলাপি বলের টেস্টে প্রথম দিনেই বেশ খানিকটা পিছিয়ে পড়ল ভারত। টসে জিতে ব্যাটিং নিয়েছিলেন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। ১৮০ রানেই শেষ হয়ে গেল দলের ইনিংস। আশা করা হয়েছিল, পার্থ টেস্টের মতো জসপ্রীত বুমরার (Jasprit Bumrah) নেতৃত্বে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপকে পেড়ে ফেলবে ভারতের পেস ব্যাটারি। কিন্তু অ্যাডিলেডে সেটাও হল না।
দিনের শেষে অস্ট্রেলিয়া এক উইকেট হারিয়ে ৮৬ রান তুলে দিল। ভারতের থেকে এখনও ৯৪ রান পিছিয়ে তবে প্রথম দিনের খেলা মার্নাস লাবুশেন, নাথান ম্যাকসুইনিকে প্রচুর আত্মবিশ্বাস দেবে। লাবুশেন ২০ রানে অপরাজিত এবং পার্থে অভিষেক করা ম্যাকসুইনি টিকে রইলেন ৩৮ রানে। এই দুজনের ব্যাট হাতে লড়াই দেখে উদ্ধুব্ধ হবেন স্টিভ স্মিথরাও। আগামিকালের প্রথম ঘণ্টা সাবধানে কাটিয়ে দিতে পারলে ভারতের কপালে দুঃখ আছে।
লাবুশেন-ম্যাকসুইনি ভালো প্রতিরোধ দেখিয়েছেন তবে এদিনের নায়ক নিঃসন্দেহে মিচেল স্টার্ক (Mitchell Starc)। মনে মনে কি একটু অপরাধ বোধে ভুগছেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)? পার্থ টেস্টে স্টার্ককে স্লেজ করেছিলেন তিনি। অজি পেসারের বল নাকি মন্থর গতির, ক্রিজে দাঁড়িয়ে তাঁকে এই কথাই বলেছিলেন যশস্বী। অ্যাডিলেডে দিনের প্রথম বলেই ভারতের তরুণ ওপেনারকে প্যাভিলিয়নে ফেরত পাঠালেন তিনি।
স্টার্ক এদিন যেন অতিরিক্ত খিদে আর জেদ নিয়ে বল করলেন। যশস্বীর পর একে একে তাঁর শিকার কে এল রাহুল, বিরাট কোহলি, রবিচন্দ্রন অশ্বিন এবং হর্ষিত রানা। ভারত ১৪১ রানে আট উইকেট হারিয়েছে, তার পাঁচটাই স্টার্কের। ৩৪ বছর বয়স হয়ে গিয়েছে, তবু এখনও ৯০ মাইল প্রতি ঘণ্টায় নাগাড়ে বল করে যেতে পারেন। তাঁকে গতি নিয়ে কটাক্ষ করা বোধহয় যশস্বীর ঠিক হয়নি।