ভূমিকম্প বিধ্বস্ত মায়ানমারে ৪৪২ মেট্রিক টন খাবার পাঠাল ভারত। তার মধ্যে চাল, রান্নার তেল, নুডল, বিস্কুট পাঠানো হয়েছে। শনিবার থিলাওয়া বন্দরে ওই ত্রাণ পাঠানো হয় অপারেশন ব্রহ্মর অংশ হিসেবে। বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, বিশাখাপত্তনম বন্দর থেকে আইএনএস ঘরিয়াল গত ১ এপ্রিল রওনা দেয়। উল্লেখ্য, গত ২৮ মার্চ ৭.৭ মাত্রার ভূমিকম্পে ব্যাপক ক্ষতি হয় মায়ানমারের। সেতু ভেঙে পড়ে। রস্তা আড়াআড়িভাবে ফেটে যায়। ওই ভূমিকম্পে সব মিলিয়ে ৩ হাজার ১০০ জনের মৃত্যু হয়।
ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মান্দালয়ের কাছে। সুইমিং পুলের জল বহুতলের ছাদে চড়ে যায়। এই ভূমিকম্পের পরেই তীব্র মাত্রায় আফটারশক হয়। পরপর দুই ভূমিকম্পে কেঁপে ওঠে মায়ানমার। ভূমিকম্পের তীব্রতা এত বেশি ছিল যে ১ হাজার কিলোমিটার দূরে ব্যাংককেও ব্যাপক ভূমিকম্প হয়। বাড়ি ভেঙে পড়ে। ভারত সহ প্রতিবেশী দেশগুলোতও কম্পন অনুভূত হয়। তবে এর পরেও একাধিকবার আফটারশক অনুভূত হয়। প্রথম থেকেই মায়নমারের দিকে সাহায্যে হাত বাড়ি দেয় ভারত।