দুধ, ডিম এবং মাংস উৎপাদনে নতুন শিরোপা পেল পশ্চিমবঙ্গ (West Bengal)। প্রাণীজ প্রোটিন উৎপাদনের নিরিখে দেশের সর্ববৃহৎ রাজ্য উত্তরপ্রদেশ (Uttar Pradesh) এবং দ্বিতীয় বৃহত্তম রাজ্য মহারাষ্ট্রকেও পিছনে ফেলে এগিয়ে গেল বাংলা। সোমবার এই সুখবর জানিয়েছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে লিখেছেন, “এটি খুবই আনন্দের বিষয় যে, পশ্চিমবঙ্গ এখন ভারতের সর্বোচ্চ প্রাণীজ প্রোটিন উৎপাদনকারী রাজ্যে পরিণত হয়েছে। দেশের বৃহত্তম রাজ্য উত্তরপ্রদেশকে পিছনে ফেলে এগিয়ে গিয়েছে বাংলা। ভারত সরকার এই সাফল্যকে স্বীকৃতি দিয়ে প্রকাশ্যে বাংলার প্রশংসা করেছে।”
সম্প্রতি, ২০২৪ সালের জন্য দেশের প্রাণীসম্পদ পরিসংখ্যান প্রকাশিত হয়েছে। সেই তথ্য উল্লেখ করে মমতা তাঁর পোস্টে লেখেন, “পশ্চিমবঙ্গ এখন দেশের সর্বোচ্চ মাংস উৎপাদক, যা জাতীয় উৎপাদনের ১২.৬২ শতাংশ।” এছাড়াও, দুধ উৎপাদনে পশ্চিমবঙ্গ দেশের সর্বোচ্চ বার্ষিক বৃদ্ধির হার হিসেবে ৯.৭৬ শতাংশ অর্জন করেছে, যেখানে জাতীয় গড় হার মাত্র ৩.৭৮ শতাংশ। এদিকে পোলট্রি খাতে, ডিম উৎপাদনে বাংলার বার্ষিক বৃদ্ধি হার ১৮.০৭ শতাংশ। এটি জাতীয় গড় ৩.১৮ শতাংশের থেকে বহুগুণ বেশি।
সোমবার নিজের এক্স হ্যান্ডেল থেকে একটি বিবৃতিমূলক পোস্টের মাধ্যমে সুখবর দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এর ক্রেডিট তিনি নিজে নেননি। বরং, উৎপাদনকারী কৃষক এবং কর্মীদের দিয়েছেন। এই পোস্টেই মমতা তাঁদের ধন্যবাদ জানিয়ে লেখেন, “এই শিরোপা অর্জন আমাদের উদ্ভাবনী নীতি ও পরিকল্পনার প্রমাণ এবং আমাদের কৃষক ও কর্মীদের দৃঢ় সক্ষমতার প্রতিফলন।”