শীতের প্রভাব ফের কমবে বাংলায় (Weather Forecast), এমনটাই জানিয়ে দিল হাওয়া অফিস। আলিপুর (Alipore Weather Update) থেকে জানানো হয়েছে, একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তর-পশ্চিমের ঠান্ডা হাওয়া বাধাপ্রাপ্ত হচ্ছে। এর ফলে রাজ্যের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশ কিছুটা উপরে রয়েছে।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৩-৪ দিন রাজ্যের তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ, আগামী ৭২ ঘন্টায় কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৫ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে।
মঙ্গলবার ভোরে কলকাতার আকাশ কুয়াশায় আচ্ছন্ন ছিল। দিনের বেলাতেও আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। বুধবার মেঘলা আকাশের পাশাপাশি সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার পূর্বাভাস রয়েছে। তবে বুধবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় দু-এক পশলা হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বড়দিনে উত্তুরে হাওয়ার অভাবে কলকাতা ও দক্ষিণবঙ্গে শীতের অনুভূতি তুলনামূলক কম থাকবে। তবে শুক্রবার থেকে তাপমাত্রা আবার কমতে শুরু করতে পারে। তবে বর্ষবরণের আগে পারদের বড় পতনের সম্ভাবনা কম। এদিকে দার্জিলিংয়ের পাহাড়ি এলাকায় বড়দিনে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঘন কুয়াশার দাপট থাকবে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং মালদা জেলায়। অন্যান্য জেলায় শুষ্ক আবহাওয়া বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কেটে গেলে রাজ্যে শীতের প্রভাব আবার ফিরে আসার সম্ভাবনা রয়েছে।