তীব্র থেকে তীব্রতর হয়ে উঠছে পশ্চিমী ঝঞ্ঝা

Reporter name :

Reporter Image :

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram

চারদিন ধরে একটানা চলবে দুর্যোগ। তীব্র থেকে তীব্রতর হয়ে উঠছে পশ্চিমী ঝঞ্ঝা। পশ্চিম হিমালয়ে তুষারপাতের সঙ্গে তাল মিলিয়ে চলছে বৃষ্টি। শীতের সঙ্গে এবার তাল মিলিয়ে পাল্লা দেবে চলবে বৃষ্টি। সোমবার ও মঙ্গলবার দেশের দু’দিন ব্যাপী দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে। পাঞ্জাব, হরিয়ানা ও হিমাচলপ্রদেশের বিভিন্ন অংশে বৃষ্টি হয়েছে।

যদিও এই মুহূর্তে কাশ্মীরে জাঁকিয়ে শীত। আগামী ৪ দিন ধরে আবহাওয়ার একটানা খামখেয়ালিপনা চলবে। চলটি বছরের দ্বিতীয় পশ্চিমী ঝঞ্ঝাও তৈরি হয়েছে। ফলে একদিকে বাড়বে শীত। তাল মিলিয়ে বাড়বে বৃষ্টির দাপট।

হাওয়া অফিস জানিয়েছে, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, রাজস্থান, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, পদুচেরিতে ২৮ ডিসে্ম্বর পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভবনা। ফলে অনেকটাই কমবে তাপমাত্রায়। দেশের বেশ কয়েকটি জায়গায় তৈরি হয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। ফলে রাজ্যগুলিতে হবে ভারী বৃষ্টি। বৃষ্টির দরুন শীতের আমেজ অনেকটাই কমবে। বাড়বে তাপমাত্রা।

Share the Post:

Related Posts