কোহলিকে টপকালেন ব্রুক

Reporter name :

Reporter Image :

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram

স্পোর্টস ডেস্ক: আইসিসি টেস্ট ব্যাটারদের ক্রমতালিকায় বিরাট কোহলিকে টপকে গেলেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক। ক্রমতালিকায় জীবনের সেরা রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষ স্থান ধরে রেখেছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক জো রুট।

পাকিস্তানের বিরুদ্ধে ৩১৭ রানের ইনিংস খেলে আইসিসির টেস্ট ব্যাটারদের ক্রমতালিকায় বড় লাফ দিয়েছেন ব্রুক। ১১ ধাপ এগিয়ে তিনি এখন উইলিয়ামসনের সঙ্গে যুগ্ম ভাবে দ্বিতীয় স্থানে। তাঁরও রেটিং পয়েন্ট ৮২৯। ভারতীয়দের মধ্যে শীর্ষে রয়েছেন যশস্বী জয়সওয়াল। তিনি ক্রমতালিকায় চতুর্থ স্থানে রয়েছেন। যশস্বীর রেটিং পয়েন্ট ৭৯২। এর আগে তিনি তৃতীয় স্থানে ছিলেন। ব্রুকের উত্থানে এক ধাপ নেমে গিয়েছেন কোহলিও। ৭২৪ রেটিং পয়েন্ট নিয়ে তিনি সপ্তম স্থানে। ৭১৮ পয়েন্ট নিয়ে আগের মতোই নবম স্থানে ঋষভ পন্থ। দু’ধাপ এগিয়ে ১৩ নম্বরে রোহিত শর্মা। তাঁর সংগ্রহ ৬৯৩ রেটিং পয়েন্ট।

Share the Post:

Related Posts