কলকাতা: আরজি করে হাসপাতালে ৯ অগাস্ট ঘটনার পরের দিন, সেমিনার হলের দেওয়াল ভাঙা নিয়ে জল্পনা চলছিলই। তবে সব জল্পনার অবসান হল একটি নথি প্রকাশ্যে আসায়। যদিও এই নথির সত্যতা যাচাই করেনি নিউজ ওয়ান বাংলা। তবে নথিতে দেখা যাচ্ছে, ওই সংস্কার কাজের নির্দেশ দিয়েছিলেন আরজি করের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষই। মহিলা চিকিৎসকের মৃত্যুর ঠিক পরের দিনই দেওয়া হয়েছিল ওই নির্দেশ।
আরজি করে কর্তব্যরত পূর্ত দফতরের ইঞ্জিনিয়ারকে ওই চিঠি লিখেছিলেন তৎকালীন অধ্যক্ষ। তারিখ, ১০ অগস্ট। অর্থাৎ, নির্যাতিতার মৃত্যুর ঠিক পরের দিন। জরুরি ভিত্তিতে আরজি করের বিভিন্ন বিভাগে ডক্টরস’ রুম এবং লাগোয়া শৌচালয় মেরামত ও সংস্কারের জন্য নির্দেশ দেওয়া হয়েছে চিঠিতে।
সন্দীপ ঘোষের নামে ওই চিঠিতে কি লেখা ছিল?
তৎকালীন অধ্যক্ষ ওই চিঠিতে লিখেছেন, “আরজি করের বিভিন্ন বিভাগে কর্তব্যরত চিকিৎসকদের জন্য ডক্টরস’ রুম এবং তার সংলগ্ন পুরুষ ও মহিলাদের পৃথক শৌচালয়ের অভাব রয়েছে। রেসিডেন্ট ডাক্তারদের দাবি মতো তাই আপনাকে অনুরোধ করা হচ্ছে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিন। স্বাস্থ্য দফতরের প্রধান সচিব এবং মেডিক্যাল এডুকেশন ডিরেক্টরের সঙ্গে বৈঠকে বিষয়টি নিয়ে ইতিমধ্যে আলোচনা হয়েছে।”