বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর শপথ নেবেন হেমন্ত সোরেন

Reporter name :

Reporter Image :

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram

আগামী ২৮ নভেম্বর ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন হেমন্ত সোরেন। ইতিমধ্যে দলীয় তরফে তাঁর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। রবিবার ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম), কংগ্রেস, রাষ্ট্রীয় জনতা দল, সিপিআইএমএলের জোটের বৈঠক হয়। তারপর এদিনই হেমন্ত সোরেন রাজভবনে গিয়ে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন। এবং নতুন সরকার গঠনের দাবি জানাবেন বলে তাঁর দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা সূত্রে জানা গিয়েছে।

গত কয়েক মাসে ঝাড়খণ্ডের রাজনীতিতে টানাপোড়েন চলছিল। বিধানসভা নির্বাচনের আগে হেমন্তের গ্রেফতারি, ফের ক্ষমতায় প্রত্যাবর্তন, এর মধ্যে চম্পরাই সোরেন বিদ্রোহী হয়ে ওঠেন। শেষে হাসি ফোটে হেমন্তের মুখেই। শনিবার ফল প্রকাশের পর দেখা যায় ৮১ আসনের বিধানসভায় জেএমএম সহ ইন্ডিয়া জোট মোট ৫৬টি আসন পায়। তার মধ্যে জেএমএম ৩৪টি আসন পায়। কংগ্রেস ১৬টি, আরজেডি ৪টি, সিপিআইএমএল ২টি আসন পায়। বিরোধী বিজেপির এনডিএ পায় ২৪টি আসন। তার মধ্যে বিজেপি পেয়েছে ২১টি আসন। গত ১৩ নভেম্বর ও ২০ নভেম্বর ঝাড়খণ্ডে দুদফায় ভোট হয়েছিল। তবে হেমন্ত সোরেনের শপথে ইন্ডিয়া জোটের দিল্লির কোন কোন নেতা উপস্থিত থাকবেন তা এখনও জানা যায়নি।

Share the Post:

Related Posts