জম্মু ও কাশ্মীরে গুলির লড়াই

Reporter name :

Reporter Image :

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram

জম্মু ও কাশ্মীরে ফের জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই চলল সেনা জওয়ানদের। রবিবার সকালে জম্মু ও কাশ্মীরের কিশতওয়ারে এই গুলি বিনিময়ের ঘটনা ঘটে। আর এই এনকাউন্টারে দুই নিরাপত্তা কর্মী আহত হয়েছেন বলে খবর। গত ২৪ ঘন্টার মধ্যে এই নিয়ে তৃতীয়বার এরকম সংঘর্ষের ঘটনা ঘটল। জানা গিয়েছে, আহত দুই জওয়ানের মধ্যে একজন জুনিয়র কমিশনড অফিসারও রয়েছেন। দিন দুয়েক আগে একটি জঙ্গি গোষ্ঠী জম্মু ও কাশ্মীরের দু’টি গ্রামে নিরীহ গ্রামবাসীদের উপর হামলা এবং তাঁদের মধ্যে দু’জনকে খুনও করে। এই ঘটনার পাল্টা জবাব দেওয়ার জন্যই এই অভিযান চালায় সেনা জওয়ানরা, এমনটাই খবর।

এই ঘটনার প্রেক্ষিতে জম্মু ও কাশ্মীরের পুলিশ জানিয়েছে, “কেশওয়ান কিশতওয়ারে সন্ত্রাসবাদী এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে এনকাউন্টার শুরু হয়। তিন থেকে চার জন জঙ্গি আটকে আছে বলে মনে করা হচ্ছে। এই জঙ্গি দলটি দিন দুয়েক আগে দু’জন নিরীহ গ্রামবাসীকে খুন করেছে।” পুলিশ আরও জানিয়েছে যে, জঙ্গিদের উপস্থিতি সম্পর্কে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে শ্রীনগরের জাবারওয়ান বনাঞ্চলে পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর একটি যৌথ অভিযান শুরু হয়েছিল। এই অভিযান চলাকালীন গুলি বিনিময় শুরু হয়। আর তাতেই দু’জন সেনা জওয়ান আহত হয়েছেন বলে জানা গিয়েছে। তবে এখনও কোনও জঙ্গির মৃত্যুর খবর সামনে আসেনি।

Share the Post:

Related Posts