কেমন আছেন যাদবপুরের অন্তরবর্তীকালীন উপাচার্য?

Reporter name :

Reporter Image :

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ( Jadavpur University ) অন্তর্বর্তী উপাচার্য ভাস্কর গুপ্তকে ( Bhaskar Gupta ) বুধবার মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। কেমন আছেন যাদবপুরের অন্তরবর্তীকালীন উপাচার্য ভাস্কর গুপ্ত?

হাসপাতাল সূত্রে খবর, এখন অনেকটাই স্থিতিশীল। গতকাল ভর্তির পর এমআরআই করা হয়। রিপোর্ট স্বাভাবিক। এই মুহূর্তে প্রাইভেট ওয়ার্ডে ভর্তি। উচ্চরক্ত চাপ জনিত যে সমস্যার জন্য ভর্তি হয়েছিলেন, এখন তা স্বাভাবিক। তবে পর্যবেক্ষণে রয়েছেন। হৃদরোগ বিশেষজ্ঞ অরিন্দম বিশ্বাস ও নিউরোলজিস্ট অনিমেষ করের তত্ত্বাবধানে রয়েছেন তিনি।

উল্লেখ্য, সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে বিক্ষোভ দেখানোর ঘটনায় উত্তেজনা ছড়ায়। সেই ঘটনায় আহত পড়ুয়াদের দেখতে গিয়ে ভাস্কর গুপ্তকে হেনস্থা হতে হয়। এরপর থেকেই তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন এবং তাঁকে বিশ্রামের পরামর্শ দেওয়া হয়। ঘটনার পর থেকে তিনি বাড়িতেই ছিলেন। সোমবার তাঁর বাড়িতে গিয়ে চিকিৎসক অরিন্দম বিশ্বাস তাঁকে শারীরিক পরীক্ষার পর দশ দিনের বিশ্রামের পরামর্শ দিয়েছিলেন। তবে চিকিৎসকের সতর্কবার্তাকে সত্যি প্রমাণ করেই দু’দিনের মধ্যেই ভাস্কর গুপ্তকে হাসপাতালে ভর্তি করতে

Share the Post:

Related Posts