ওয়েব ডেস্ক: রোহিত শেট্টি আগেই জানিয়েছিলেন, ‘সিংহম আগেন’-এর মাধ্যমে তিনি তাঁর পুলিশ ব্রহ্মাণ্ডকে নতুন পর্যায়ে নিয়ে যেতে চান। প্রচার ঝলক দেখে অনুমেয়, ছবিতে রয়েছে একাধিক চমক।
কী কী চমক রয়েছে?
প্রচার ঝলকে শুরু থেকেই অ্যাকশন। বাজিরাও সিংহমের স্ত্রী অবনী- কে (করিনা কাপুর খান) অপহরণ করা হয়। স্ত্রীকে উদ্ধার করতেই এ বার অজয়ের নতুন অভিযান। পরিচালক সমকালের প্রেক্ষাপটে ‘রামায়ণ’-এর মূল স্বর গল্পের মধ্যে বুনে দিয়েছেন। এসেছে শ্রীলঙ্কার প্রসঙ্গ। বাজিরাও যদি রামচন্দ্র হন, সেখানে টাইগারের চরিত্রকে লক্ষণ হিসাবে তুলে ধরা হয়েছে। হনুমানের সঙ্গে তুলনীয় ‘সিম্বা’ রণবীর সিংহ।
উল্লেখ্য, ২০১১ সালে মুক্তি পায় ফ্র্যাঞ্চাইজ়ির প্রথম ছবি, ‘সিংহম’। ২০১৪ সালে আসে ‘সিংহম রিটার্নস’। দুই ছবির সাফল্যের পরে ‘সিম্বা’, ‘সূর্যবংশী’-র মাধ্যমে পুলিশ ব্রহ্মাণ্ডকে আরও এগিয়ে নিয়ে গিয়েছেন রোহিত। এ বার ‘সিংহম আগেন’।