রুক্মিণীর ‘হাঁটি হাঁটি পা পা’

Reporter name :

Reporter Image :

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram

আসছে রুক্মিণীর ‘হাঁটি হাঁটি পা পা’। একের পর এক হিট ছবি। বুমেরাং, টেক্কা, এমনকি আসন্ন রিলিজ বিনোদিনী নিয়েও চর্চায় রয়েছেন রুক্মিণী। এবার নয়া ভূমিকায় দেখা যাবে অভিনেত্রীকে। নতুন ছবি হাঁটি হাঁটি পা পা…তে দেখা যাবে রুক্মিণীকে। সদ্যই তিনি প্রকাশ করেছেন সেই ছবির মোশন পোস্টার। ব্যাক্তি বিশেষে বদলায় প্রেমের ধরণ। অন্য ধরনের প্রেম-ভালবাসার গল্প বলতে চলেছে অর্ণব মিদ্যে।

প্রেম হোক বন্ধু প্রতিটা সম্পর্কেই গভীর এক আত্মিক টান, দায়িত্ব বোধ, থাকে একে অপরের প্রতি শ্রদ্ধা। সেই ভালবাসার কথা বলবে হাঁটি হাঁটি পা পা। ছবিতে মূখ্য চরিত্রে দেখা যাবে রুক্মিণী মৈত্রকে (Rukmini Maitra)। রুক্মিণী কী লিখলেন সেই পোস্টার দেখিয়ে? পোস্টারে দেখা গিয়েছেস কোনও এক সমুদ্র তটের ছবি। যেখানে দেখা যাচ্ছে বালি এবং সমুদ্রের জলোচ্ছ্বাসের মেলবন্ধন, সঙ্গে দুটি পা। বড় পায়ের পাশে ছোট্ট একটি পা। ছবি দেখে বোঝা যাচ্ছে, সন্তান এবং মায়ের গল্প, তা নিয়েও আলোচনা তুঙ্গে।

Share the Post:

Related Posts