জিএসটি নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রের

Reporter name :

Reporter Image :

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram

বাড়ছে সিগারেট বা গুটখার দাম (Cigarette Price Hike)। তামাকজাত পণ্যের উপর বাড়ছে জিএসটির (GST) হার। ফলে সিগারেট ও বিড়ির দাম আগের তুলনায় কিছুটা হলেও বেড়ে যাবে। এই ধরনের দ্রব্য কেনায় নিরুৎসাহিত হবে জনসাধারণ। তেমনই বর্ধিত করের মাধ্যমে সরকারি খাতে বাড়বে আয়।

২৮ থেকে ৩৫%

ইতিপূর্বে তামাক ও সিগারেট পণ্যের উপর ২৮% জিএসটি (GST on Cigarettes) লাগু ছিল। তবে এবার সেটা বাড়ানো হচ্ছে। জিএসটি বাড়িয়ে দেওয়া হয়েছে ৩৫%। মন্ত্রীগোষ্ঠীর তরফ থেকে জিএসটি বাড়ানোর সুপারিশে সমর্থন জানানো হয়। তারপরই এই সিদ্ধান্ত।

কবে থেকে বাড়ছে সিগারেটের দাম (Cigarette Price Hike)? 

২১ ডিসেম্বর থেকে বাড়ছে সিগারেট ও গুটখার উপর লাগু হচ্ছে বর্ধিত জিএসটি। ফলে সেইদিন থেকেই বাড়বে সিগারেট বিড়ির দাম।

উল্লেখ্য, এই করকে বলা হয় সিন ট্যাক্স নেশার দ্রব্যাদি বিক্রিতে সরকার বরাবরই নিরুৎসাহিত করে। তাই এই দ্রব্যগুলির উপর বেশি হারে কর আরোপ করে সরকার। তবে এই করগুলির মাধ্যমে রাজস্ব আয় হয় প্রচুর।

Share the Post:

Related Posts